ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৯ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১

বিটকয়েন ভর্তি একটি হার্ড ড্রাইভ ময়লার ভাগাড়ে বিপাকে মালিক

প্রকাশিত: ১২:৩৬, ২১ নভেম্বর ২০২৪

বিটকয়েন ভর্তি একটি হার্ড ড্রাইভ ময়লার ভাগাড়ে বিপাকে মালিক

জেমস হওয়েল

প্রায় এক দশক আগে বিটকয়েন ভর্তি একটি হার্ড ড্রাইভ ময়লার ভাগাড়ে ফেলে দিয়েছিলেন এক ব্রিটিশ নাগরিক। জেমস হওয়েলের  ঐ হার্ড ড্রাইভে ছিল ৮ হাজার বিটকয়েন।

যে সময়ে এটি হারিয়ে যায় তখন এর মূল্য ছিল ৪ মিলিয়ন ডলার। তবে বর্তমানে ভার্চুয়াল মুদ্রাটির দাম বেড়ে ৫৬৮ মিলিয়ন ডলারে পৌঁছেছে। পরবর্তীতে আজ পর্যন্ত সে দিশেহারা হয়ে ঐ হার্ড ড্রাইভ খুঁজে বেড়াচ্ছেন।  

ভার্চুয়াল মুদ্রার বাজারে আসার প্রথম দিকে তিনি বিটকয়েনগুলো কিনেছিলেন। সেক্ষেত্রে কয়েনে এক্সেসের জন্য প্রাইভেট কোড তিনি ঐ হারিয়ে যাওয়া ড্রাইভটিতে সংরক্ষণ করেছিলেন। পরবর্তীতে ২০১৩ সালে তিনি ভুলবশত ড্রাইভটি ফেলে দেন। 

পরে তিনি নিউপোর্ট সিটি কাউন্সিল বরাবর আবেদন করেছিলেন হার্ড ড্রাইভটি খোঁজার জন্য খনন কার্যের অনুমতি নিতে এর বদলে তিনি প্রশাসনকে তার জমানো বিটকয়েনের মূল্যের এক-চতুর্থাংশ দেওয়ার প্রস্তাব করেন। তবে নগর প্রশাসন তার প্রস্তাব ফিরিয়ে  দেয়।

জাফরান

×