ঢাকা, বাংলাদেশ   বুধবার ২০ নভেম্বর ২০২৪, ৬ অগ্রাহায়ণ ১৪৩১

প্রয়াত ওয়ান ডিরেকশন সদস্য লিয়ামের শেষকৃত্য ইংল্যান্ডে হবে

প্রকাশিত: ১৮:০৩, ২০ নভেম্বর ২০২৪

প্রয়াত ওয়ান ডিরেকশন সদস্য লিয়ামের শেষকৃত্য ইংল্যান্ডে হবে

গত মাসে ব্রিটিশ গায়ক লিয়াম পেইনের মৃত্যুর পর ইংল্যান্ডে তার শেষকৃত্যের অনুষ্ঠানে শোকার্তরা জড়ো হবেন।

৩১ বছর বয়সী পেইনের ঘনিষ্ঠ পরিবার এবং তার সাবেক ওয়ান ডিরেকশন ব্যান্ডের সদস্যরা শেষকৃত্যে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এই অনুষ্ঠানটি লন্ডনের কোন স্থানে অনুষ্ঠিত হবে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

গত ১৬ অক্টোবর আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের একটি হোটেলের তিনতলা থেকে পড়ে মারা যান এই ব্রিটিশ গায়ক।

দেশটির পাবলিক প্রসিকিউটর অফিস জানিয়েছে, পেইনের শরীরে অ্যালকোহল, কোকেন এবং প্রেসক্রিপশন এন্টিডিপ্রেসেন্ট ছিল। তার মৃত্যুর ঘটনায় তিনজনের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ আনা হয়েছে।

এ প্রয়াত সংগীতশিল্পী তার মানসিক স্বাস্থ্যের সমস্যার কথা প্রকাশ্যে স্বীকার করেছেন। ২০২৩ সালের শেষের দিকে কিডনিতে সংক্রমণ হওয়ায় সফর পিছিয়ে দেন তিনি।

তিনি তার সাত বছর বয়সী ছেলে বিয়ার জন্য বেঁচে ছিলেন।  স্ত্রী সঙ্গীতশিল্পী চেরিল টুইডির সঙ্গে ২০১৮তে বিবাহবিচ্ছেদ করেন তিনি।

পেইন ২০১০ সালে ব্রিটিশ টালেন শো "দ্য এক্স ফ্যাক্টর" এ তৈরি করা ওয়ান ডিরেকশনের অংশ হিসাবে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছিলেন।

তিনি এবং তার প্রাক্তন সহকর্মী - জায়ান মালিক, হ্যারি স্টাইলস, নিয়াল হোরান এবং লুই টমলিনসন - ২০১৬ সালে অনির্দিষ্টকালের বিরতিতে যাওয়ার পর থেকে একক ক্যারিয়ার শুরু করেছিলেন।

ইনস্টাগ্রামে এক যৌথ বিবৃতিতে বলা হয়, তার মৃত্যুতে 'পুরোপুরি বিধ্বস্ত' হয়ে পড়েছেন তার সঙ্গীরা।

মালিক, স্টাইলস, হোরান এবং টমলিনসন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিয়ামে স্মরণে পোস্ট করেছেন।

তানজিলা

×