আমরা সকলেই কম-বেশী স্নাতক শব্দের সাথে পরিচিত ,কোনও শিক্ষার্থী উচ্চশিক্ষাজীবনের প্রথম তিন বা চার বছরে একটি পূর্বনির্দিষ্ট শিক্ষাক্রম সফলভাবে সম্পন্ন করার পর সংশ্লিষ্ট উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি তাকে শিক্ষাগত যোগ্যতার জন্য যে উপাধি প্রদান করে, তাকে স্নাতক উপাধি (ইংরেজিতে "ব্যাচেলার্স ডিগ্রি") বলে। স্থানভেদে স্নাতক শিক্ষাক্রমের মেয়াদ কম-বেশি হতে পারে।
তবে এর এরকম নামকরন কেন? কখনো কি মনে হয়েছে ? আসলে স্নাতক" শব্দটি সংস্কৃত ভাষা থেকে উদ্ভূত এবং এর অর্থ হলো অভিষিক্ত বা স্নান সম্পন্নকারী। প্রাচীনকালে, শিক্ষাজীবনের সমাপ্তি উপলক্ষে শিক্ষার্থীরা গুরু বা আচার্যের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করত এবং একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে স্নান করত। সেই স্নানের মাধ্যমে তারা শিক্ষাজীবন থেকে আনুষ্ঠানিকভাবে উত্তীর্ণ বলে বিবেচিত হতো।
বর্তমানে "স্নাতক" শব্দটি সাধারণত বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রথম ডিগ্রি (যেমন বিএ, বিএসসি, বিবিএ) অর্জনকারী ব্যক্তিদের বোঝাতে ব্যবহৃত হয়।
জাফরান