প্রেম সবার জীবনেই আসে , কিন্তু প্রযুক্তির দরুন আজকাল কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ক্ষুদ্র যন্ত্রের ও প্রেমে মানুষ পড়তেছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) যখন থেকে মানুষের প্রযুক্তির দুনিয়ায় পা রেখেছে, তবে থেকেই অনেক আজব কাণ্ডকারখানা ঘটছে।
এআই নির্ভর রোবট হোটেল-রেস্তোরাঁয় খাবার পরিবেশন করছে এমনকি হাসপাতালে রোগীদের ওষুধও দিচ্ছে। যন্ত্র যখন এত কাজ করতে পারছে, তাহলে প্রেমটাই বা বাদ থাকবে কেন!
এমনই এক ‘প্রেমিক’ চ্যাটবটের প্রেমে হাবুডুবু খাচ্ছেন এক চিনা মহিলা। নিজের চ্যাটজিপিটি চ্যাটবটকে প্রেমিক বলে পরিচয়ও দিচ্ছেন। ঘুরেছেন , ফিরছেন , খাচ্ছেন, এমনকি যন্ত্র-প্রেমিকের পরিচয়ও করিয়ে দিয়েছেন মায়ের সঙ্গে।
শুনতে আজব লাগলেও এমনই ঘটনা ঘটেছে। মার্কিন মুলুকের বাসিন্দা এক চিনা মহিলা, তাঁর চ্যাটবটের প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছেন। ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’-এর রিপোর্ট জানাচ্ছে, ওই মহিলার নাম লিসা। তিনি তাঁর চ্যাটবট ‘ড্যান’ (ডু এনিথিং নাও)-এর প্রেমে পড়েছেন। লিসা নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছেন, প্রথম-প্রথম কাজের কথাই হত চ্যাটবটের সঙ্গে কিন্তু এখন তা তার জীবনের সাথে জড়িয়ে গিয়েছে।
জাফরান