ভারতের সুপারফাস্ট বন্দে ভারত এক্সপ্রেসের খাবারে পোকা পাওয়া যাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি তিরুনেলভেলি থেকে চেন্নাই রুটের ট্রেনে ঘটেছে। সেই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়েছে। পোস্ট করার পরই সেই ভিডিও বেশ ভাইরাল হয়।
ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, একজন যাত্রীকে দেওয়া খাবার সম্বরের উপর কালো রঙের একটি জ্যান্ত পোকা ভেসে বেড়াচ্ছে। ট্রেনে এমন নিম্ন মানের খাবার দেখে ক্ষোভে ফেটে পড়েছেন যাত্রীরা। তাঁরা খাবারের গুণমান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কংগ্রেস সাংসদ মনিকম ঠাকুর ভিডিওটি তাঁর এক্স হ্যান্ডল থেকে শেয়ার করে বন্দে ভারতের খাবারের স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি সেখানে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে উল্লেখ করে এই ঘটনার বিরুদ্ধে রেল কী পদক্ষেপ করছে সেই বিষয়ে জানতে চান।
এই বিষয়ে রেল কর্তৃপক্ষ জারিকৃত বিবৃতিতে বলে, তারা এই ব্যাপারে তদন্ত করেছে। ডিন্ডিহুল স্টেশনের এক জন স্বাস্থ্য পরিদর্শক খাবারটির প্যাকেজিং পর্যালোচনা করেছেন। রেলের তরফে জানানো হয়েছে, পোকাটি ডালের ভিতর ছিল না, সেই ডালটি যে অ্যালুমিনিয়মের পাত্রে ছিল তার ঢাকনায় আটকে ছিল।
এই ঘটনার ফলস্বরূপ রেল থেকে সেই ক্যাটারিং পরিষেবা প্রদানকারী সংস্থাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রেল কর্তৃপক্ষ এক্স হ্যান্ডলে পোস্ট করে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। রেলের তরফে আরও জানানো হয়েছে, সেই খাবারের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেই খাবার থেকে বিষক্রিয়া হয়েছে কি না সেটি খতিয়ে দেখার জন্যই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
নাহিদা