কিছু পাখি দীর্ঘ দূরত্বে উড়তে গিয়ে আকাশেই ঘুমানোর অসাধারণ ক্ষমতা রাখে। এই বিশেষ ক্ষমতা তাদের বিরতিহীনভাবে বিশাল দূরত্ব পাড়ি দিতে সাহায্য করে। নিচে এমন দশটি পাখির উদাহরণ দেওয়া হলো:
আর্কটিক টার্ন
আর্কটিক টার্ন, যা আর্কটিক থেকে অ্যান্টার্কটিকা পর্যন্ত রেকর্ড ভাঙা যাত্রার জন্য বিখ্যাত, আকাশে উড়তে উড়তে অল্প সময়ের জন্য ঘুমিয়ে শক্তি সঞ্চয় করে। এতে তারা দীর্ঘ পথ পাড়ি দিতে সক্ষম হয়।
বার-টেইলড গডউইট
অবিরাম উড়ানের জন্য বিখ্যাত বার-টেইলড গডউইট মাইক্রো-ন্যাপের মাধ্যমে বিশ্রাম নেয়। এই সংক্ষিপ্ত ঘুমগুলো তাদের ৭,০০০ মাইলেরও বেশি ক্লান্তিকর যাত্রা অতিক্রম করতে সাহায্য করে।
ফ্রিগেটবার্ড
ফ্রিগেটবার্ড দীর্ঘ সময় ধরে সমুদ্রের উপর দিয়ে উড়ে বেড়ায় এবং উড়ন্ত অবস্থায় ক্ষণস্থায়ী ঘুম নেয়। এই বিশ্রাম তাদের দিনের পর দিন ভূমি স্পর্শ না করেও উড়ে থাকতে সক্ষম করে।
গ্রেট স্নাইপ
গ্রেট স্নাইপ কয়েক হাজার মাইলের বিরতিহীন উড়ান কয়েক দিনের মধ্যেই শেষ করে। উড়ন্ত অবস্থায় অল্প সময়ের ঘুম তাদের ধৈর্য এবং গতিশক্তি ধরে রাখতে সহায়তা করে।
নর্দান হুইটিয়ার
নর্দান হুইটিয়ার মহাদেশ অতিক্রম করার সময় দ্রুত ঘুমিয়ে নেয়। এই কৌশল তাদের মরুভূমি এবং মহাসাগরের মতো কঠিন ভূখণ্ড পাড়ি দিতে সাহায্য করে।
স্যান্ডপাইপার
অনেক স্যান্ডপাইপার প্রজাতি উড়ন্ত অবস্থায় বিশ্রাম নেয়। তাদের এই সাময়িক ঘুম দীর্ঘ দূরত্ব পাড়ি দিতে এবং খোলা পানির উপর দিয়ে যাত্রা করতে সাহায্য করে।
স্বালো
বার্ন স্বালো দীর্ঘ দূরত্বের যাত্রায় উড়ন্ত অবস্থায় ক্ষণস্থায়ী ঘুমায়। তাদের এই দক্ষতা বৈচিত্র্যময় ভূখণ্ড পাড়ি দিতে সাহায্য করে।
আলবাট্রস
ওয়ান্ডারিং আলবাট্রস কয়েক মাস ধরে খোলা সমুদ্রের উপর ভেসে বেড়ায় এবং একপাশের মস্তিষ্ক ঘুমানোর সময় অন্যপাশ সচেতন থাকে। এই ইউনিহেমিস্ফেরিক ঘুম তাদের উড়ন্ত অবস্থায় সতর্ক থাকতে সহায়তা করে।
নাহিদা