শীতে মানুষের অবস্থাই করুণ হয়। এই সময় পোষা প্রাণীর জন্য বাড়তি যত্ন চাই। যাতে শীতে ওরা কাবু না হয়। সাধারণত শীতকালে পোষা পাখি বেশি অসুস্থ হয়। খাঁচা কিংবা কলোনি যেভাবেই পাখি পালন করুন। আগে খেয়াল করুন, সরাসরি ঠান্ডা বাতাস পাখির গায়ে লাগে কিনা। সরাসরি বাতাস লাগার সুযোগ একদম বন্ধ করুন। অল্প বাতাসেই ওদের ঠান্ডা লেগে যেতে পারে। তাপমাত্রা কত তা মিটারে দেখুন। ডিজিটাল, ম্যানুয়াল তাপমাত্রা মাপার মিটার যেটাই হোক একটি পাখির রুমে রাখুন। সাধারণত পাখি যদি সুস্থ সবল হয়। সারা বছর উন্নতমানের খাবার খেয়ে থাকে। পরিচ্ছন্ন পরিবেশে থাকে। তাহলে তার রোগ প্রতিরোধক ক্ষমতা বেশি হবে। তাপমাত্রার হেরফেরে সহসা কিছু হবার কথা নয়। বিশেষ করে লাভ বার্ডস, ম্যাকাও, সানকুনুরসহ বড় পাখিদের। ফিঞ্চের মতো ছোট পাখিরা আমাদের দেশে তাপমাত্রাজনিত কারণে বেশি অসুস্থ হয়। পাখি রুমের তাপমাত্রা নিয়ন্ত্রণে রুমহিটার ব্যবহার করতে পারেন। আবার হিটবাল্বও ব্যবহার করা যায়। তবে ১০০ বা ২০০ পাওয়ারের লাইট না জ্বালানোই ভালো। এই লাইট পাখির মল্টিংয়ের কারণ হতে পারে।
অনেকে পুরো খাঁচা মোটা কাপড় বা চট দিয়ে ঢেকে দেন। এটি করবেন না। আলো, বাতাসের আসা-যাওয়ার অভাবে পাখি অসুস্থ হতে পারে। কারণ পাখির মলমূত্রে এক রকম গ্যাস তৈরি হয়। সিডমিক্সে গুজিতিল, ক্যানারি, মিলেটের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। ড্রাই এগ ফুড থাকুক সব সময়। এই খাবারগুলো পাখির শরীরকে গরম রাখে। পাখির খাঁচা, কলোনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। প্রতিদিন পরিষ্কার পানি দিন। সফট ফুড দিলেও তা খাঁচায় পড়ে যেন না থাকে। খাঁচায় সফট ফুড পড়ে থাকলে তা পচে জীবাণুর সৃষ্টি করতে পারে। আপেল সিডার ভিনেগার (অপরিশোধিত) ৫ এমএল এক লিটার পানিতে মিশিয়ে পাখিকে দেওয়া যেতে পারে। এতে পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। পাখির প্রতি নজর রাখতে হবে। ঝিমায় কিনা, স্বাভাবিক তৎপরতা লোপ পেয়েছে কিনা। মল ঠিক আছে কিনা, ঠিকমতো খায় কিনা- এসবের কোনোটা স্বাভাবিক মনে না হলে ব্যবস্থা নিতে হবে। কোনো পাখি অসুস্থ মনে হলে সঙ্গে সঙ্গে আলাদা খাঁচায় নিতে হবে। ৪০ ওয়াটের লাইট জ্বালিয়ে দিতে হবে। তারপর লক্ষণ বুঝে ব্যবস্থা নিতে হবে। পাখির দোকান, অনলাইনে পাখির চিকিৎসকদের সন্ধান পাওয়া যায়। তাদের দেখিয়ে ব্যবস্থা নেওয়া ভালো। পোষা পাখির মধ্যে ওয়াক্সবিল ফিঞ্চসহ অনেক প্রজাতি আছে, যারা রোগ লুকিয়ে রাখতে পছন্দ করে। মানুষ দেখলে স্বাভাবিক তৎপরতা দেখায়। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। পোষা পাখি বনের পাখির মতো শক্তপোক্ত নয়। এ জন্য সব সময় এদের সঠিক পরিচর্যা করতে হয়। প্রয়োজনীয় খাবার দেওয়া চাই।
শীতকালে পোষা পাখির যত্ন
শীর্ষ সংবাদ: