ভারতের 'মিসাইল ম্যান' তথা প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ এপিজে আবদুল কালাম তার প্রয়াণের পরেও রেখে গিয়েছে নিজের প্রজ্ঞা ও অনুপ্রেরণার উৎস। তার বাণী লক্ষ লক্ষ মানুষকে বড় স্বপ্ন দেখতে, কঠোর পরিশ্রম করতে এবং মহত্ত্ব অর্জনে অনুপ্রাণিত করে।
তার কিছু বিশেষ বাণী, যা আজও সকলের কাছে সমাদৃত:
১. অন্যের সেবা করুন:
ড. এপিজে আবুল কালাম আজাদের মতে নিজেকে খুঁজে পাওয়ার সর্বোত্তম উপায় হল অন্যের সেবায় নিজেকে হারিয়ে ফেলা। অন্যকে সেবা করলে তবেই নিজের স্বত্বাকে গভীরভাবে অনুধাবন করা যায়।
২. বিজয়ের পর অধ্যবসায়:
প্রথম জয়ের পরে বিশ্রাম না নিয়ে কঠোর অধ্যবসায় করতে হবে। কারণ দ্বিতীয়বারে ব্যর্থ হলে অনেক তিরস্কার সহ্য করতে হবে। প্রথম জয়টি কেবলমাত্রই ভাগ্য ছিল।
৩. অর্জনের আগে স্বপ্ন দেখুন:
স্বপ্ন সত্যি হওয়ার আগে স্বপ্ন দেখতে হবে, নিজের স্বপ্নে বিশ্বাস রাখতে হবে। যারা নিজেদের দেখা স্বপ্নের সৌন্দর্যে বিশ্বাস করে তাদের ভবিষ্যৎ সুন্দর হবে।
৪. আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রম:
আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে মানুষ নিজের জীবনে সকল ব্যর্থতা থেকে মুক্তি পেতে পারে।
৫. সঠিক সিদ্ধান্ত নিন:
মানব জীবনে সাফল্যের মুল রহস্যঈ হলো সঠিক সিদ্ধান্ত গ্রহণ। আর এই সঠিক সিদ্ধান্ত মানুষ গ্রহণ করে নিজেদের অভিজ্ঞতা থেকে। আর জীবনে এ অভিজ্ঞতা লাভের প্রধান কারণই হলো ভুল সিদ্ধান্ত।
৬. ব্যর্থতা থেকে শিখুন:
সফলতার গল্প পড়ে কোনো লাভ নেই। কারণ এখানে থেকে শুধু একটাই বার্তা পাওয়া যাবে। কিন্তু কেউ যদি ব্যর্থতার গল্প পড়ে তবে সে ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনে সফল হওয়ার সুযোগ পাবে।
৭. ভবিষ্যত তৈরি করুন:
নিজের ভবিষ্যতের ভবিষ্যদ্বাণী করার সবচেয়ে সর্বোত্তম উপায় হলো এটি নিজের হাতে তৈরি করা।
৮. অভ্যাস পরিবর্তন করুন:
কেউ নিজের ভবিষ্যত পরিবর্তন করতে পারবে না কিন্তু খুব সহজেই নিজের অভ্যাস পরিবর্তন করতে পারবে। আর অবশ্যই এই অভ্যাসের পরিবর্তন ভবিষ্যতকে পরিবর্তন করবে।
৯. বড় স্বপ্ন দেখুন:
স্বপ্ন, স্বপ্ন, স্বপ্ন। আমাদের সকলকে অনেক বড় বড় স্বপন দেখতে হবে। কেননা স্বপ্ন চিন্তায় রূপান্তরিত হয় আর এই চিন্তা রূপান্তরিত হয় কর্মে।
তানজিলা