পুরো বিশ্বে বিভিন্ন বিচিত্র ধরনের প্রাণী রয়েছে। এসব প্রাণীর মাঝে অদ্ভুত ও বিস্ময়কর প্রাণীর সংখ্যাও কিন্তু কম নয়। এ প্রাণীরা নানাভাবে আমাদের মাঝে বিস্ময়ের জন্ম দেয়। প্রাণীজগতে দৈহিক গঠন বিস্ময় সৃষ্টিকারী কিছু প্রাণী হচ্ছে হাতুড়িমাথা প্রাণীগুলো।
এরমধ্যে অন্যতম এক আজব প্রাণী হ্যামারহেড। আজব বললেও কম হয় , এটি মূলত ভয়ংকর একটি প্রাণী বলা যায়। নাম থেকে পরিষ্কার যে এটির দৈহিক গঠন হাতুড়ির মত হবে। দেখতে অনেকটা লম্বাটে ঝোঁকের মত।এটির মাথার দিকটা পাশাপাশি প্রশস্ত হওয়ায় দেখতে হাতুড়ির মত লাগে।প্রাণীটি দেখতে বড় না হলেও এটি মারাত্নক শ্রেনীর একটি প্রাণী।এর বিষাক্ত কীট নিজের শিকারকে তরলে পরিণত করে। তারপর সে এটাকে পান করে। গা শিউরে উঠার মত তথ্য আরো আছে। প্রাণীটিকে আপনি যতবার কাঁটবেন, প্রাণীটি আবার গজিয়ে উঠবে।এমনকি আপনি যদি তার শরীর টুকরো টুকরো করে ফেলেন,ততটা টুকরোই সে নতুন করে জন্ম নিবে।এটি শুনতে আজব মনে হলেও এটি নিখাদ বাস্তব।এই প্রাণীটির বিভিন্ন প্রজাতি এশিয়া, ইউরোপ ও আমেরিকা সহ সারা বিশ্বেই ছড়িয়ে আছে। এরা কয়েক ইঞ্চি থেকে দেড় ফুটের বেশি লম্বা হয়ে থাকে। প্রজাতিভেদে এদের রঙের ভিন্নতা রয়েছে। আপনি যদি এই প্রাণীকে কখনো খুঁজে পান এবং মারার পরিকল্পনা করছেন তবে আপনার কাছে কিছু বিকল্প আছে। এক্ষেত্রে তাদের সাবান পানিতে ফেলে রাখলে তারা নড়াচড়া করতে পারে না। এছাড়াও লবণ, ভিনেগার দিয়েও এটিকে দমন করা যায়।
নাহিদা