মানিকগঞ্জের ঘিয়রে অবস্থিত হেলিকপ্টার ব্রিজ
মানিকগঞ্জের ঘিয়রে অবস্থিত এই ব্রিজটি হয়তো একমাত্র ব্রিজ যেখানে আজ পর্যন্ত কোনো যানবাহন কিংবা মানুষ চলাচল করতে পারেনি। কোন পরিকল্পনায় এই ব্রিজটি নির্মাণ করা হয়েছিল তা কেউ বলতে পারে না। ব্রিজের নিচ দিয়ে গাড়ি চলাফেরা করছে। তবে ব্রিজের উপরে আজ পর্যন্ত কোনো গাড়ি বা মানুষ চলাচল করে না। স্থানীয় মানুষ মজা করে ব্রিজটিকে বলে ‘হেলিকপ্টার ব্রিজ’। এমন কেন কেউ জানে না,এমনবক কি পরিকল্পনায় করা হয়েছিল তা কারো জানা নেই। স্থানীয় এক এলাকাবাসী বলেন, আসলে এই ব্রিজটা আমি যতদিন যাবত আসছি প্রায় ১০-১২ বছর থেকে এমনই দেখছি।কোনো মানুষ বা গাড়ি চলাচল করকত দেখি নাই। ব্রিজটি কেন করছে,কারা করছে, কি উদ্দেশ্যে করছে কোনোটাই বোঝা যাচ্ছে না। সবাই এখন বর্তমানে এটিকে হেলিকপ্টার ব্রিজ বলে ডাকে। এই হেলিকপ্টার ছাড়া এই ব্রিজে উঠার মত আর কোনো উপায় নেই, সেজন্য সবাই এটিকে হেলিকপ্টার ব্রিজ বলেই ডাকে।
নাহিদা