ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

অগ্রযাত্রায় বিস্ময়কর ভূমিকা

রুমান হাফিজ

প্রকাশিত: ২৩:৩৫, ১৪ নভেম্বর ২০২৪

অগ্রযাত্রায় বিস্ময়কর ভূমিকা

.

২০২০ সালে যাত্রা শুরু করে সিলেট ওয়ান্ডার ওমেন। নারীদের আত্মনির্ভরশীলতা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক ও শিক্ষামূলক নানা কর্মসূচি পরিচালনা করে আসছে এই সংগঠন। ‘সেভ বাংলা ফাউন্ডেশনের ২৬৩টি প্রজেক্টের অন্যতম এই প্রজেক্ট এত দ্রুত এবং বৃহৎ পরিসরে কাজ করতে সক্ষম হবে তা ছিল খানিকটা অকল্পনীয়।
সফলতার চার বছর :
করোনাকালীন সময়ে সেভ সিলেটের ফ্রি ফুড ডিস্ট্রিবিউশন এ ভলান্টারি কাজের মাধ্যমে সিলেট ওয়ান্ডারের যাত্রা শুরু। ভলান্টারি কাজে নারীদের আগ্রহ, নিরাপত্তাহীনতা, পারিবারিক বাধার বিষয়গুলোই আলাদা ভলান্টারি প্ল্যাটফর্ম তৈরির চিন্তা থেকেই গড়ে ওঠে সিলেট ওয়ান্ডার ওমেন। এরই মধ্যে পেরিয়ে গেছে চার বছর। নিজের এবং সমাজের ইতিবাচক ও সুদূরপ্রসারী পরিবর্তনের লক্ষ্যে চার বছর ধরে সফলতার সঙ্গে কাজ করছে সিলেট ওয়ান্ডার ওমেনের সদস্যরা। 
নারীদের জন্য সম্পূর্ণ পৃথক ও নিরাপদ প্ল্যাটফর্ম হওয়ায় রক্ষণশীল পরিবারের নারীরাও সহসাই যুক্ত হচ্ছেন। কাঁধে কাঁধ মিলিয়ে সমাজে নিজেদের স্বপ্ন বাস্তবায়নে তারা কাজ করে চলেছেন।
যত কাজে ওয়ান্ডার ওমেন :
নারীদের দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে সিলেট ওয়ান্ডার ওমেন ট্রেনিং সেন্টারে বিনামূল্যে প্রয়োজনীয় ৫২টি স্কিল ডেভেলপমেন্ট কোর্সের সুবিধা প্রদানে সিলেট ওয়ান্ডার ওমেন এর ভলান্টিয়ার বোনেরা কাজ শুরু করেন। প্রতিনিয়ত সিলেট বিভাগের বিভিন্ন জায়গা থেকে নারীরা এতে যুক্ত হতে থাকেন। তাদের জন্য ট্রেনিং সেন্টারে শুরু থেকেই পৃথক ক্লাসের ব্যবস্থা এবং মহিলা ট্রেইনার দ্বারা প্রশিক্ষণের ব্যবস্থা করায় এতে সাড়া ছিল প্রচুর। প্রত্যন্ত এলাকা থেকে প্রশিক্ষণার্থীদের আগ্রহ এবং যাতায়াতের অসুবিধা উপজেলা পর্যায়েও কাজ করার চিন্তা করে সংগঠনটি। বর্তমানে সিলেট জেলা ট্রেনিং সেন্টারসহ বেশ কয়েকটি উপজেলা ট্রেনিং সেন্টারও সফলতার সঙ্গে পরিচালনা করছেন তারা। পর্যায়ক্রমে ৪০টি উপজেলায় ট্রেনিং সেন্টার গড়ে তুলতে চান সংগঠনের দায়িত্বশীলরা।  
সিলেট ওয়ান্ডার ওমেন এর নারীরা সেভ বাংলা ফাউন্ডেশনের এর অন্যান্য প্রজেক্টগুলোতেও সমান দক্ষতায় কাজ করছেন। এর মধ্যে উল্লেখযোগ্য একটি প্রজেক্ট হচ্ছে ‘জাদুর স্কুল-School Of Magic’। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলোয় গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে এই প্রজেক্ট। বর্তমানে জাদুর স্কুল- School Of Magic প্রজেক্টের তিনটি উপজেলা শাখা সিলেট ওয়ান্ডার ওমেন দ্বারা পরিচালিত হচ্ছে। 
সিলেট সাইক্লিং ক্লাব প্রজেক্টে নারীদের বিনামূল্যে পৃথক ব্যাচে সাইক্লিং প্রশিক্ষণে কাজ করছে সিলেট ওয়ান্ডার ওমেন। সিলেট রানার্স ক্লাবেও নারীদের পৃথক টিমে দিচ্ছেন অসাধারণ নেতৃত্ব।
সিলেট ব্লাড সেন্টারে প্রজেক্টে ফ্রি ব্লাড ডোনেশন, ফ্রি ব্লাড টেস্ট ক্যাম্পেইনে সিলেট ওয়ান্ডার ওমেন পরিবার কাজ করে থাকে। 
নগরে আগত মুসাফির ও অসহায় মানুষদের বিনামূল্যে খাবার ও ইফতার বিতরণ কিংবা মিশন থ্রি মিলিয়ন ট্রিস, সেভ এনভায়রনমেন্ট- সেভ সিলেট, সেভ এনিমেল- সেভ সিলেট, বিয়ে বাড়ি প্রজেক্টগুলোর মাধ্যমে সমাজ, পরিবেশ ও প্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে নিরলস পরিশ্রম করে চলেছেন সিলেট ওয়ান্ডার ওমেন পরিবার। 
দুর্যোগেও পাশে...
২০২২সালের ভয়াবহ বন্যায় ইমার্জেন্সি রেসপন্স টিম- সেভ সিলেটের সঙ্গে দুর্যোগ মোকাবিলায় অসাধারণ নেতৃত্ব প্রদানে সক্ষম হয় সিলেট ওয়ান্ডার ওমেন। তখন সেভ সিলেটের সকল অনলাইন বেইজড কাজগুলো সম্পূর্ণভাবে সিলেট ওয়ান্ডার ওমেনের হাতে ন্যস্ত ছিল। এ ছাড়াও তারা পাঁচশত বন্যার্ত পরিবারের বোনদের স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটারি ন্যাপকিন সহায়তা প্রদান করে। ২০২৪ সালে বন্যায় সিলেটসহ কুমিল্লা, নোয়াখালী, ফেনী এমন সব বন্যা কবলিত জেলাগুলোর মানুষের জন্য গণত্রাণ সংগ্রহে সিলেট ওয়ান্ডার ওমেনের ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
সিলেট বিভাগে বোনদের স্বাস্থ্য সুরক্ষায় সিলেট হেলথ সেন্টার প্রজেক্টের মাধ্যমে বিনামূল্যে বেসিক নার্সিং কোর্স পরিচালনা এবং জেলা ও উপজেলা পর্যায়ে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ সেমিনারের ব্যবস্থা করে থাকে সিলেট ওয়ান্ডার ওমেন।
বাংলাদেশ ফিউচার লিডার প্রজেক্টের মাধ্যমে অনলাইনে দেশব্যাপী বোনদের বিনামূল্যে স্কিল ডেভেলপমেন্টে কাজ করছে সিলেট ওয়ান্ডার ওমেন। এ ছাড়াও সংগঠনের নারীরা জান্নাহ একাডেমি প্রজেক্টে বিনামূল্যে শুদ্ধভাবে কুরআন প্রশিক্ষণের কাজও করে থাকেন। 
তুরস্কের ভূমিকম্প ক্ষতিগ্রস্তদের সহায়তার মাধ্যমে সিলেট ওয়ান্ডার ওমেন আন্তর্জাতিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুনাম অর্জন করে। 
আলো ছড়িয়ে...
বর্তমানে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলায় সিলেট ওয়ান্ডার ওমেনের নারীরা পৃথক পৃথক টিমে কাজ করছেন এবং বেশ কয়েকটি উপজেলা টিম গঠিত হয়েছে। বর্তমানে প্রায় দশ হাজার নারীর পরিবার এই সংগঠন।
প্রধান পরিচালকের ভাবনা :
সিলেট ওয়ান্ডার ওমেন এর প্রধান নির্বাহী পরিচালক জোবাইদা খানম বলেন, এই প্ল্যাটফর্মে আসার আগে আমি ডিপ্রেশনে ভুগছিলাম। সিলেট ওয়ান্ডার ওমেন বিনামূল্যে ৫২টি কোর্সের মধ্যে প্রথমে শুরু করা হয় লাইফ চেঞ্জিং কোর্স। আমি প্রথম ব্যাচের স্টুডেন্ট ছিলাম। সেবছরই সংগঠনের প্রধানের দায়িত্ব লাভ করি। আমি দেখেছি এই প্ল্যাটফর্ম এর মাধ্যমে আমার মতো হাজারো নারীর জীবন বদলে দিতে। বর্তমানে ১০ হাজার নারীর বিশাল পরিবার এটি। আমরা প্রতিনিয়তই কাজ করে যাচ্ছি যাতে সিলেট বিভাগের নারীরা মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকতে পারেন এবং নিজেদের স্কিলড করতে পারেন। দিনশেষে শান্তিময় জীবন লাভ করতে পারেন সেই প্রচেষ্টা আমাদের।
স্বপ্ন এখন বড় :
দেশব্যাপী কার্যক্রম বিস্তৃত করে আন্তর্জাতিক সীমানায় পৌঁছানোর স্বপ্ন দেখে নারীদের এই পরিবার। সেভ বাংলা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. আয়ান মুমিনুল হক বলেন, সিলেট ওয়ান্ডার ওমেনের বোনেরা এই বিভাগের গন্ডি পেরিয়ে দেশব্যাপী এমনকি বিশ্বব্যাপীও একদিন অসাধারণ নেতৃত্ব দিবেন, ইনশাআল্লাহ।

×