.
দেশের উচ্চ শিক্ষা সংস্কারে শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দিতে মত দিয়েছেন প্যানেল আলোচনায় বক্তারা। শিক্ষার্থীদের নানান ইস্যু নিয়ে সম্প্রতি ঢাকা ইন্টারন্যাশন্যাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অনুষ্ঠিত ‘আমিও জিততে চাই’ ক্যাম্পাস অ্যাক্টিভেশন অনুষ্ঠানে বক্তারা এমন মতামত ব্যক্ত করেন।
ইউএসএআইডির অর্থায়নে ডেমোক্রেসি ইন্টার্যাশনাল ও ডিআইইউর যৌথ উদ্যোগে ‘বাংলাদেশের উচ্চশিক্ষা সংস্কারে তারুণ্যের প্রত্যাশা’ শীর্ষক এ অনুষ্ঠানটি আয়োজিত হয়।
‘বাংলাদেশের উচ্চশিক্ষা সংস্কারে তারুণ্যের প্রত্যাশা’ শীর্ষক প্যানেল আলোচনা পরিচালনা করেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ডেপুটি ডিরেক্টর অনিন্দ্য রহমান। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের এসপিএল প্রকল্পের আওতায় ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেনের মাধ্যমে নাগরিক প্রত্যাশা তুলে ধরতে সারাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলায় নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। amiojittechai.com ওয়েবসাইটের মাধ্যমেও গ্রহণ করা হচ্ছে নাগরিকদের দাবি ও মতামত।
অনুষ্ঠানের শুরুতেই ক্যাম্পেন সম্পর্কে জানান; ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ডেপুটি চিফ অব পার্টি (প্রোগ্রামস) আমিনুল এহসান। উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি ডানা এল. ওল্ডস; ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাশেদা রওনক খান; ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী প্রমুখ।
শিক্ষার্থীদের নানান ইস্যু নিয়ে এই ক্যাম্পাস অ্যাক্টিভিশন অনুষ্ঠানে পরিবেশন করা হয় একটি ইন্টারেক্টিভ থিয়েটার। এর ভিত্তিতে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে জয়ী হন ১০ জন শিক্ষার্থী। পাশাপাশি আয়োজনে শিক্ষার্থীদের জন্য ছিল ভিডিও বার্তা তৈরি প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় অংশ নিয়ে শিক্ষাঙ্গনের বিভিন্ন ইস্যুর সমাধান বিষয়ে মতামত তুলে ধরেন শিক্ষার্থীরা।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি ডানা এল. ওল্ডস। এ সময় তিনি বলেন, সরকার ও রাজনৈতিক দলগুলো নাগরিক প্রত্যাশা পূরণে এগিয়ে এলেই কাক্সিক্ষত পরিবর্তন সম্ভব। তিনি তরুণদের প্রতি তার সমর্থন ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ডেপুটি ডিরেক্টর কোরবান আলী, সিনিয়র প্রোগ্রাম অফিসার আশরুপা হক চৌধুরী, ডিআইইউর সিভিল ইঞ্জিয়ারিং ডিপার্টমেন্টের লেকচারার ইমন হাসান ভুঁইয়া, আব্দুল আওয়াল রাব্বি, ইইই ডিপার্টমেন্টের লেকচারার সাগর হাসান, সিএসই ডিপার্টমেন্টের লেকচারার রায়হান আলম সিয়াম প্রমুখ। সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।