ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

‘দেরি করে বেরোচ্ছি, কাল দেরিতে আসব’ কর্মীর মেসেজে হতবাক বস

প্রকাশিত: ১৯:৫৬, ১৪ নভেম্বর ২০২৪

‘দেরি করে বেরোচ্ছি, কাল দেরিতে আসব’ কর্মীর মেসেজে হতবাক বস

স্ক্রিনশট প্রকাশ্যে আসতেই হইচই।

নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পরে অফিস থেকে বেরিয়েছিলেন। তাই পর দিন অফিসে দেড় ঘণ্টা পরে আসার কথা জানিয়ে বস্‌কে মেসেজ পাঠালেন এক কর্মী। সেই মেসেজের স্ক্রিনশট প্রকাশ্যে আসতেই হইচই সামাজিক যোগাযোগমাধ্যমে। 

স্ক্রিনশটটি প্রকাশ্যে এনেছেন আয়ুষী দোশী নামে এক আইনজীবী। তারই অফিসের এক কর্মী তাকে মেসেজটি পাঠিয়েছিলেন। সেই স্ক্রিনশটই প্রকাশ্যে এনে ক্ষোভপ্রকাশ করতে দেখা গিয়েছে আয়ুষীকে।

এক্স হ্যান্ডলে মেসেজের স্ক্রিনশট পোস্ট করে আয়ুষী লিখেছেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না আমার অধস্তন কর্মী আমাকে এটা পাঠিয়েছে। এখনকার ছেলেমেয়েরা অন্য রকম। অফিসে একটু বেশি সময় ছিল বলে সেই ভুল শোধরানোর জন্য পরের দিন দেরি করে অফিস আসার কথা লিখেছে। কী সুন্দর চাল! আমি ভাষা হারিয়েছি।’

আয়ুষীর সেই পোস্টকে ঘিরেই হইচই এবং বিতর্ক শুরু হয়েছে সমাজমাধ্যমে। কয়েক জন আয়ুষীর ভাবনার সঙ্গে সহমত পোষণ করলেও অনেকে পাল্টা তাঁকেই দোষারোপ করেছেন। কেন তার কর্মীকে অফিসে দেড় ঘণ্টা বেশি থাকতে হল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

পোস্টকে ঘিরে বিতর্ক শুরু হওয়ার পর আরও একটি পোস্ট করেন আয়ুষী। সেখানে তিনি লিখেছেন, ‘যাঁরা আমার পোস্ট নিয়ে বিরূপ মন্তব্য করেছেন, তাদের সকলের কাছে বিষয়টি স্পষ্ট করে দিতে চাই। আমার ওই কর্মীকে একটা কাজ সম্পূর্ণ করার জন্য নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছিল। যার জন্য কমপক্ষে একটি দিন লাগত। কাজের সময় ছিল সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। কিন্তু তিনি তার মধ্যে কাজ শেষ করতে না পারার কারণে অতিরিক্ত দেড় ঘণ্টা সময় দিতে হয়েছিল। সমস্যা হল যে, ওই কর্মী কাজের প্রতি মনোনিবেশ করার পরিবর্তে তাঁর ফোন নিয়ে ব্যস্ত ছিলেন। যখন কোনও কাজের সময়সীমা থাকে, সে ক্ষেত্রে অতিরিক্ত কাজ করতে হতেই পারে।’

এম হাসান

×