ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

ট্রাম্পের বাড়ি পাহাড়ায় রোবট কুকুর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:০০, ১৪ নভেম্বর ২০২৪

ট্রাম্পের বাড়ি পাহাড়ায় রোবট কুকুর

আমেরিকার নতুন নির্বাচিত প্রেসিডেন্ট হোয়াইট হাউসে ফেরার প্রস্তুতি নিচ্ছেন , প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থাকেন ফ্লোরিডার পাম বিচে অবস্থিত ‘মার-এ-লাগো’ বাসভবনে। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই বাসভবনটির নিরাপত্তা জোরদার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। 

সম্প্রতি দেশটির গোয়েন্দা সংস্থা ট্রাম্পের বাড়ির আঙিনায় রোবট কুকুর মোতায়েন করেছে। আর এই নিরাপত্তা ব্যবস্থায় এবার যোগ হয়েছে Boston Dynamics-এর অত্যাধুনিক রোবট কুকুর ‘Spot’।


 মূলত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে    Technical Security Division, তাদের কাজের মধ্যে রয়েছে অডিও ও ভিডিও নজরদারি, কাউন্টার-সার্ভিলেন্স এবং এখন Spot-এর মতো রোবট ব্যবহারে।Spot এই টিমকে এমন সব জায়গায় নজরদারি করতে সহায়তা করে যেখানে সাধারণ মানুষের পৌঁছানো কঠিন। এতে রয়েছে উচ্চ-মানের ক্যামেরা, নাইট ভিশন ও বিভিন্ন সেন্সর যা তৎক্ষণাৎ বিপদ শনাক্ত করতে পারে।

 ট্রাম্পের সাম্প্রতিক নির্বাচনী জয়ের পর তার নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। Secret Service এবার কোস্ট গার্ড, ড্রোন ও রোবট কুকুর Spot-এর মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করে মার-এ-লাগো-তে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করছে।

জাফরান

×