দক্ষিণ আফ্রিকায় অবস্থিত বিশ্বের গভীরতম সোনার খনি জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমের এমপোনেং। এমপোনেং স্বর্ণ খনি জোহানেসবার্গ শহর থেকে ৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪ কিলোমিটার গভীরে এই স্বর্ণখনির অবস্থান।এখানে পৌঁছাতে সময় লাগে ১ ঘন্টা।
এই খনির ভিতরের তাপমাত্রা এতটাই বেশি যে অনেকসময় তাপমাত্রা ১৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। যেই তাপমাত্রায় আপনি সহজে ডিম সিদ্ধ করে খেতে পারবেন। কিন্তু অনেকসময় এখানের পরিবেশ এতটাই বিপজ্জনক হয়ে দাঁড়ায় যে প্রাণহানিও ঘটে।এই সোনার খনি থেকে প্রতিবছর ৮ হাজার কেজি সোনা তোলা হয়। আর এই সোনা তুলতে ৫,৪০০ মেট্রিক টন পাথর খোদাই করতে হয়। আরো বেশি পরিমাণ সোনা তুলতে এখন লক্ষ্য খনিটিকে ৪ কিলোমিটারেরও বেশি খোদাই করা। এই খনিতে যেই পরিমাণ স্বর্ণ মজুদ আছে যা ২০২৯ সাল পর্যন্ত তোলা যাবে।
নাহিদা