জনপ্রিয় আমেরিকান টিভি সিরিজ গেম অফ থ্রোন্সের ‘উইন্টার ইজ কামিং’— আলোচিত এই ডায়লগটি শীত আসার আগে বাংলাদেশের নেটিজেনদের মুখে বেশ শোনা যায়। শীত দরজায় কড়া নাড়াবার আগে এই উক্তিটি লোকমুখে ঘুরে বেড়ায়, এ বছরও এর ব্যতিক্রম হয়নি।
কুয়াশার চাদর মোড়ানো শীতের এই আসল মজা উপভোগ করতে চাইলে আপনাকে তাই চলে যেতে হবে উত্তরের জেলাগুলোতে। যেখানে গেলে অপরূপ সৌন্দর্য্যের কাঞ্চনজঙ্ঘারও দেখা মিলবে।
উত্তরবঙ্গের জেলা যেমন- পঞ্চগড় এবং ঠাকুরগাঁওতে শীত উপভোগের পাশাপাশি ঘুরে দেখার মতও অনেক জায়গা রয়েছে। মধ্য অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করা যায়। বিশেষ করে নভেম্বর মাসে যখন আকাশ পরিষ্কার ও আবহাওয়া মনোরম থাকে, তখন এই পর্বতের অপূর্ব দৃশ্য আপনাকে বিমোহিত করবে।
উত্তরবঙ্গের শীতকালীন ভ্রমণের অন্যতম আকর্ষণ হলো ভোরবেলা কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য দেখা। ভোর সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছয়টা-এর মধ্যে সূর্যের আলো বরফে ঢাকা পর্বতটির ওপর পড়ে যেন গলিত লাভার মতো লালচে আভা ছড়ায়—এই দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর।
শুধু পর্বতের শৃঙ্গ নয়, সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়া ডাক বাংলো এলাকা থেকে দেখতে পাবেন ভারতের কালিম্পং শহরের আলোকিত রাস্তা, দার্জিলিংয়ের সীমান্ত এলাকা এবং রাতে ভারতীয় সীমান্তরক্ষীদের বাহিনীর আনাগোনা। এছাড়াও, উত্তরের সমতল ভূমির চা বাগান, যা আপনার ভ্রমণে বাড়তি অভিজ্ঞতা যোগ করবে।
উত্তরবঙ্গের শীত সবসময়ই একটু আলাদা। সঠিক পরিকল্পনা করে ভ্রমণে বের হলে এই সৌন্দর্য আরও বেশি উপভোগ্য হয়ে ওঠে।
উত্তরবঙ্গে ভ্রমণের অভিজ্ঞতাকে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে বিভিন্ন রাইড শেয়ারিং সার্ভিসের সহায়তা নিতে পারেন। বন্ধু এবং পরিবারের নিয়ে উবার রেন্টাল ও উবার ইন্টারসিটি এর মত সেবাগুলো ব্যবহার করে সহজেই ঢাকার বাইরের যে কোন জেলায় ঘুরে আসতে পারেন।