কুকুরছানা
ভারতের উত্তরপ্রদেশের মীরাট সাক্ষী হলো অমানবিক এক ঘটনার। কেননা এমন নিষ্ঠুরতা পশুরা কখনও করবে না। বড্ড চেঁচাচ্ছে, এই অপরাধে পাঁচটি কুকুরছানাকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে দুই নারীর বিরুদ্ধে। ঘটনা গত ৫ নভেম্বরের।
স্থানীয়দের দাবি, দুই অভিযুক্ত নারীর নাম শোভা ও আরতি। তারা সম্পর্কে তুতো বোন। ওই পাঁচ কুকুরছানার চিৎকারে খুব বিরক্ত বোধ করছিলেন তারা। এরপর ওই পাঁচ শাবকের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন তারা।
স্থানীয়রা এই ঘটনার প্রতিবাদ করলে পালটা তাদেরও গালাগালি দিতে থাকেন ওই নারীরা। কিন্তু পুলিশ ঘটনাস্থলে এলেও কাউকে গ্রেপ্তার করেনি। দগ্ধ শাবকদের দেহ মাটিতে পুঁতে দেন স্থানীয়রাই।
অবশেষে গতকাল শুক্রবার স্থানীয় বাসিন্দা অংশুমালী এলাকার ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন। এরপরই নড়েচড়ে বসে পুলিশ। ওই দুই নারীদের বিরুদ্ধে ৩২৫ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। নিহত শাবকগুলির দেহের ময়নাতদন্ত করা হচ্ছে। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।
এম হাসান