ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

ক্রীড়াঙ্গনের অনেকে আশ্বাস দিলেও বাস্তবায়ন হয়নি কিছুই

প্রকাশিত: ১৫:৩৮, ৮ নভেম্বর ২০২৪

ক্রীড়াঙ্গনের অনেকে আশ্বাস দিলেও বাস্তবায়ন হয়নি কিছুই

ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া । তিনি সম্প্রতি হাঙেরীতে দাবা অলিম্পিয়াড ও তিনটি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলে দেশে ফিরেছেন।

বাবা জিয়া নেই আজ চার মাস, বাবার শোক কাটিয়ে আন্তর্জাতিক মাস্টার নর্ম পাওয়া সম্ভব হয়নি। জিয়াকে হারিয়ে তার একমাত্র সন্তান তাহসিন ও স্ত্রী লাবণ্য অসহায়। 

 বলছি বাংলাদেশের অন্যতম সেরা দাবাড়ু গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। মাস চারেক আগে জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ খেলতে খেলতে মৃত্যুর কোলে ঢলে পড়েন এই কিংবদন্তি দাবাড়ু। ক্রীড়াঙ্গনের অনেকে অনেক আশ্বাস দিলেও বাস্তবায়ন হয়নি কিছুই।

জিয়ার স্ত্রী লাবণ্য অনেকটা আক্ষেপ নিয়ে বলেন, 'জিয়া নেই আজ চার মাস। আমরা এখনো কোনো সহায়তা পেলাম না। জিয়ার স্বপ্ন তাহসিন সুপার গ্র্যান্ডমাস্টার হবে সেই স্বপ্ন পূরণ এখন বেশ কঠিন হয়ে পড়ছে।'

জাফরান

×