ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

টিএসসিতে বিক্রি হচ্ছে বশীকরণ চুড়ি

প্রকাশিত: ১১:০৫, ৮ নভেম্বর ২০২৪

টিএসসিতে বিক্রি হচ্ছে বশীকরণ চুড়ি

টিএসসিতে বিক্রি হচ্ছে বশীকরণ চুড়ি। ছবি : ফেসবুক

আপনজনকে বশ করার জন্য চুড়ি বিক্রি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। গত ৭ই নভেম্বর নারী শিক্ষার্থীদের জন্য আয়োজিত স্বাধীনতা উদযাপন ও প্রীতিভোজে এমন ভিন্নধর্মী চুড়ির দেখা মিলে।  

দেখতে সাধারণ চুড়ির মত মনে হলেও চুড়ির বক্সের উপর লিখা "এই চুড়ি পড়ে স্বামী বা বয়ফ্রেন্ডের সামনে গেলে সে ৭ দিনের ভিতর আপনার জন্য পাগল হলে আমরা দায়ী নয়।"
এছাড়াও নিচের দিকে আরো লেখা রয়েছে যে, "বয়ফ্রেন্ড বা স্বামী যদি এই চুড়ি আপনার স্ত্রী বা গার্লফ্রেন্ডকে গিফট করেন তাহলে তারা আপনাদের জন্য পাগল হয়ে যাবে''।

এই অভিনব কেনা-বেচার কৌশলে মুগ্ধ ঢাবির সাধারণ শিক্ষাথীর্রা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকে এটা পোস্ট করে মজা নিচ্ছে। আবার অনেকে বলছে, এবার আমার প্রেম কেউ ঠেকাতে পারবে না। কেউবা তাদের প্রিয়জনকে মেনশন দিয়ে এই চুড়ি কিনে দেওয়ার কথা বলছেন।

নাহিদা

×