ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

মেট্রোরেলে উপাচার্য

প্রকাশিত: ১৪:০২, ৫ নভেম্বর ২০২৪; আপডেট: ১৪:০৪, ৫ নভেম্বর ২০২৪

মেট্রোরেলে উপাচার্য

মেট্রোরেলে  বসে আছেন একজন মধ্যবয়স্ক লোক,  অন্য আর দশটা যাত্রীদের সাথে ,দেখে বোঝার উপায় নেই  তিনি একটি বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য।  বলছি  হাছানাত আলীর কথা , পেশায় তিনি  একজন অধ্যাপক। বর্তমানে  তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের অধ্যাপক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়নওগাঁর দ্বিতীয় উপাচার্য। 

 সম্প্রতি যিনি কিনা অফিসিয়াল কাজে ঢাকায় মেট্রোরেলে করে যাতায়াত করেন। একজন  উপাচার্য হয়েও তিনি সাধারন যাত্রীদের মাঝে বসে ছিলেন, ছবিটি  দ্রুত ছড়িয়ে পড়ে, নেটিজেনরা প্রশংসা করছেন তার  এই সাদামাটা জীবন যাপনকে। 
 

জাফরান

×