চাঁদের অবস্থান দূর আকাশে, সাধারন মানুষের ধরাছোঁয়ার ঊর্ধ্বে। সে আলো ছড়ায় তার আপন মহীমায়
কিন্তু পৃথিবীর বুকে দাঁড়িয়েও চাঁদের মাটিতে পা রাখতে চান তাহলে আপনাকে যেতে হবে ভারতের রাজস্থানে। জয়পুর যাওয়ার পথে রয়েছে একটি ছোট্ট শহর কিষাণগড়। ‘গোলাপি শহর’ নামেই পরিচিত
জয়পুর থেকে দূরত্ব ১০০কিলোমিটার।এখানেই রয়েছে ‘চাঁদের মাটি’। রাজস্থানের এই স্থানই পরিচিত ‘মুন ল্যান্ড’
কিন্তু কেন এই নাম, কী রয়েছে এখানে?। আসলে রাজস্থান মার্বেল পাথরের জন্য বিখ্যাত। নির্মাণকাজের জন্য দেশের বিভিন্ন জায়গায় মার্বেল যায় এ রাজ্য থেকে। কিষাণগড়ও এমন একটি শহর যেখানে ঘরে ঘরে লোকে মার্বেল পাথরের ব্যবসা করেন।
আসলে এই স্থানে বছরের পর বছর জমা হচ্ছে মার্বেল পাথরের গুঁড়ো ,এত বর্জ্য কোথায় ফেলা হবে, তা নিয়ে ভাবতে ভাবতেই বেছে নেওয়া হয় কিষাণগড়ের একটি বিস্তীর্ণ এলাকা। ২০০৩ সাল থেকে সেখানেই মার্বেলের গুঁড়ো ফেলা হচ্ছে। আর ঠিক সে কারণেই জায়গাটি ভাগাড় বলে পরিচিত। কিষাণগড়ের ভাগাড়ই হয়ে উঠেছে রাজস্থানের ‘মুন ল্যান্ড।’
সমাজমাধ্যমে এই জায়গার ছবি ছড়িয়ে পড়ার পরেই এ নিয়ে উৎসাহ বৃদ্ধি পিয়েছে। সাদা প্রান্তরে অনেকে ফটোশুটের জন্যেও আসছেন। শুধু তাই নয়, ডিএসএলআর ক্যামেরা নিয়ে এলে, তার জন্যে টাকাও দিতে হচ্ছে এখানে। সকাল ১০ টা থেকে ৫টা পর্যন্ত ঘুরে দেখার জন্য খোলা থাকে এই স্থান।
জাফরান