ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

জেলে বসেও খেতে চান বাড়ির খাবার ভিআইপি কারাবন্দিরা

প্রকাশিত: ০৯:৩৮, ৪ নভেম্বর ২০২৪

জেলে বসেও  খেতে চান বাড়ির খাবার ভিআইপি কারাবন্দিরা

গত জুলাই বিপ্লব এবং শেখ হাসিনার সরকারের পতনের পর  বিভিন্ন সময়ে বিভিন্ন অপরাধে হত্যাসহ বিভিন্ন মামলায় মন্ত্রী-এমপি ও বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা মিলিয়ে সারা দেশে গ্রেপ্তার হয়েছেন ৬৭ জন ভিআইপি। 
এর মধ্যে ৩৪ জন ডিভিশন পেয়েছেন। বাকি ৩৩ জন এখনো ডিভিশন পাননি। তাঁদের ডিভিশনের আবেদন জেলা ম্যাজিস্ট্রেটের কাছে রয়েছে বলে কারাগারের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন।

ভিআইপি  কারাবন্দিরা অনেক সময় অনেক কিছু আব্দার করেন  কারা কর্তৃপক্ষের কাছে,  কারো চাই স্মার্ট টিভি  ,কারো চাই বাসায় রান্না করা খাবার  , সবাই কম-বেশী  বাড়িতে রান্না করা খাবারের চাহিদার কথা জানিয়েছেন। কিন্তু কারা কর্তৃপক্ষের নিকট কারাবিধি অনুযায়ী এ ধরনের সেবার সুযোগ নেই বিধায় কেউ ই এই সুবিধা পাচ্ছেন না ।

 
সেক্ষেত্রে বন্দি মন্ত্রী-এমপিরা বই পড়ে বেশির ভাগ সময় কাটাচ্ছেন। আর নির্ধারিত দুটি পত্রিকা পড়ে জানতে পারছেন দেশের খবরাখবর।
 

জাফরান

×