ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ অক্টোবর ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১

কাটা হাত নিয়েই দেন ডেলিভারি

প্রকাশিত: ১০:৪৫, ২৮ অক্টোবর ২০২৪

কাটা হাত নিয়েই দেন ডেলিভারি

প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও কোনও বাধাই  যেন তাকে আটকাতে পারেনি।

প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও কোনও বাধাই  যেন তাকে আটকাতে পারেনি। দু’হাতেরই কব্জির উপর ইকাটা। কোনও কিছু ধরতে পারেন না। তার মধ্যেই ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়ে সমাজিক মাধ্যমে ‘সুপারহিরো’র তকমা পেলেন এক ডেলিভারি বয়। ঘটনাটি ঘটেছে  ভারতে ,কাটা হাতের সামনের অংশ স্কুটির হ্যান্ডলে থাকা একটি রবারের ব্যান্ডে বেঁধে নেন তিনি। এর পর স্বাচ্ছন্দ্যে স্কুটি চালিয়ে যান।
স্কুটির হ্যান্ডলে কাটা হাত বেঁধেই ঘুরে ঘুরে খাবার ডেলিভারি দেন ওই লোক। তাঁর সেই কঠিন সংগ্রামের ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। কমেন্টে অনেকেই বলছেন “ বাবারা এমন ই হয়”
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ডেলিভারি সংস্থার পোশাক পরে এবং ব্যাগ পিঠে নিয়ে একটি রেস্তরাঁ থেকে বেরোচ্ছেন । তাঁর দুটো হাতই কাটা। তবে তা নিয়ে একটুও উদ্বিগ্ন নন তিনি ,। পুরো বিষয়টি ক্যামেরাবন্দি করে রাখছিলেন বাইকে বসে থাকা এক তরুণ। এ বার তিনি এগিয়ে যান সেই ডেলিভারি বয়ের কাছে। তাঁকে জিজ্ঞাসা করেন, ‘‘আপনি কি স্কুটি চালাতে পারেন?’’ জবাবে মাথা নেড়ে হাসেন শুধু। এর পর আবার ওই তরুণ বলেন, ‘‘আপনাকে দেখে খুব ভাল লাগছে।’’

জাফরান 

×