ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ অক্টোবর ২০২৪, ১০ কার্তিক ১৪৩১

একই দিনে এক হাসপাতালে ১৮টি যমজ শিশুর জন্ম!

প্রকাশিত: ২৩:৪৯, ২৫ অক্টোবর ২০২৪

একই দিনে এক হাসপাতালে ১৮টি যমজ শিশুর জন্ম!

প্রতিদিন এই পৃথিবীতে কত বিচিত্র আর বিরল ঘটনাই ঘটে। তেমনই একটি বিরল ঘটনার সাক্ষী হলো ভারতের পরিশ্চমবঙ্গের বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল। সেখানে ২৪ ঘণ্টায় জন্ম নিল ৯ জোড়া বা ১৮টি যমজ শিশু! এদের মধ্যে ১১টি মেয়ে ও ৭টি ছেলে। বাচ্চা ও মায়েরা সকলেই সুস্থ আছেন।

 

 

 

 

 

স্থানীয় চিকিৎসকদের দাবি, পশ্চিমবঙ্গের কোনও হাসপাতালে একদিনে এতগুলো যমজ শিশুর জন্ম এই প্রথম। বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার তাপস ঘোষ জানিয়েছেন, ৯ প্রসূতি পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা ও তারা সবাই প্রথমবারের মতো মা হলেন। সব মা ও শিশু সুস্থ রয়েছে। তবে এই ১৮ শিশুর মধ্যে চারজনের ওজন কম থাকায় তাদের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) রাখা হয়েছে।

তিনি আরও বলেন, যমজ শিশুর জন্ম সবসময় ঝুঁকিপূর্ণ। সেজন্য সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছিল। হাসপাতালে জ্যেষ্ঠ চিকিৎসকদের সঙ্গে হাতে হাত মিলিয়ে জুনিয়র চিকিৎসকরাই এই প্রসব প্রক্রিয়ায় চাপ সামলেছেন।

বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক বলেন, এর আগে হাসপাতালে এমনটা হয়নি। এটা এক বিরল ঘটনা ও রেকর্ড। আমরা এটিকে নথিভুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আবেদন করব। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

ফুয়াদ

×