ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১

পোষা প্রাণি খরগোশের যত্ন

ঝুলন রেহানা

প্রকাশিত: ২১:২৫, ২০ অক্টোবর ২০২৪

পোষা প্রাণি খরগোশের যত্ন

পোষা প্রাণি যত্ন

অনেকেরই বিভিন্ন রকম প্রাণী পোষার শখ। কেউ পাখি পোষে, কেউ বিড়াল, কেউ কুকুর, কেউ আবার খরগোশও পুষে থাকেন। তবে এসব পোষা প্রাণীর আলাদা করে যত্ন ও করতে হয়। যেহেতু তারা ঘরেই থাকে, তাই তাদের বসবাস, খাওয়া-দাওয়াসহ অনেক কিছু বাইরের প্রাণীদের থেকে আলাদা। খরগোশ লালন-পালন সম্পর্কে জানাচ্ছেন- ঝুলন রেহানা

বাসস্থান: খরগোশের জন্য বড় খাঁচা বা খোলামেলা জায়গার দরকার পরে। কমপক্ষে ১-২ বর্গমিটার জায়গা তাদের জন্য প্রয়োজন। বড় খাঁচা তাদের অবাধ গতিবিধি নিশ্চিত করে। সেক্ষেত্রে ধাতব বা শক্ত প্লাস্টিকের খাঁচা ব্যবহার করা যেতে পারে। কাঠের খাঁচা ক্ষতিকর হতে পারে কারণ এটি সহজে নষ্ট হয় ও জীবাণু আকর্ষণ করতে পারে। খরগোশকে ১৫-২০ক্ক সে. (৬০-৭০ক্ক ফা.) তাপমাত্রায় রাখতে চেষ্টা করুন। গরমে অতিরিক্ত তাপ থেকে তাদের রক্ষা করতে পারেন কুলিং প্যাড বা ভেন্টিলেশন ব্যবহারের মাধ্যমে। ঠান্ডা আবহাওয়ায় একটি তাপমাত্রা নিয়ন্ত্রক ব্যবস্থা ব্যবহার করুন, যেমন হিটিং প্যাড বা তাপমাত্রা নিয়ন্ত্রক ল্যাম্প।
খাবার: খরগোশের খাবারের ৭৫-৮০% হওয়া উচিত ফাইবার। ঘাস, টিমোথি হেই, ও মিষ্টি মাইলেট এর উৎস হতে পারে। খরগোশের পুষ্টির জন্য ভিটামিন অ, ঈ, উ, এবং ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ। তাদের খাদ্য তালিকায় ভিটামিন সি সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করতে পারেন। প্রতিদিন তাজা পানি খেতে দিন। পানির পাত্র সর্বদা পরিষ্কার রাখুন। প্রতিদিন নতুন সবজি ও ফল দিন, কিন্তু অতিরিক্ত ফল না দেওয়াই ভালো। অতিরিক্ত চিনি খরগোশের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
পরিচ্ছন্নতা: দাঁত নিয়মিত পরীক্ষা করুন। অতিরিক্ত বৃদ্ধি বা সমস্যার জন্য পশু চিকিৎসকের সাহায্য নিন। নখ নিয়মিতভাবে কেটে রাখুন। 
খুব লম্বা হলে সমস্যা হতে পারে। খাঁচা প্রতিদিন পরিষ্কার করুন এবং সম্পূর্ণ পরিষ্কার করার জন্য প্রতি সপ্তাহে ধোয়া উচিত। খাঁচার মধ্যে কোন জায়গা ভিজে থাকলে তা তাড়াতাড়ি শুকিয়ে ফেলুন।
খেলাধূলা ও ব্যয়াম: খরগোশদের খেলনা যেমন রাবারের বল, খরগোশের জন্য নিরাপদ টিউব ইত্যাদি ব্যবহার করুন। খরগোশদের লাফানোর জায়গা বা টানেল তাদের ব্যায়ামের জন্য উপযুক্ত। ঘরের মধ্যে একটি নিরাপদ ক্ষেত্র তৈরি করুন যেখানে খরগোশ অবাধে চলাচল করতে পারে। ঘরের অন্যান্য প্রাণী ও সরঞ্জাম থেকে তাদের দূরে রাখুন।
গোসল ও অন্যান্য যত্ন: দৈনিক বা সপ্তাহে অন্তত একবার ব্রাশ করুন। দীর্ঘ লোমের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এটি। সাধারণত খরগোশদের গোসল করার প্রয়োজন হয় না। তবে, যদি তারা মাটি বা ময়লা লাগায়, তখন হালকা শ্যাম্পু ব্যবহার করে গোসল করানো যেতে পারে। 
তবে তা অন্তত: ১৫দিন পর পর। তাদের সাথে সময় কাটান, কথা বলুন এবং তাদের আচরণ পর্যবেক্ষণ করুন। এসব নির্দেশনা মেনে চললে আপনার খরগোশ সুস্থ, সুখী এবং স্বাস্থ্যবান থাকবে।

×