ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১

কুয়াকাটায় পর্যটকের উপচেপড়া ভিড় মিলছে না  হোটেলরুম

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ২২:৪৩, ১১ অক্টোবর ২০২৪

কুয়াকাটায় পর্যটকের উপচেপড়া ভিড় মিলছে না  হোটেলরুম

কুয়াকাটা সৈকতে শুক্রবার পর্যটকদের ভিড়

দুর্গাপূজাকে ঘিরে টানা চার দিনের ছুটিতে কুয়াকাটা সৈকতে পর্যটকদের উপচেপড়া ভিড় রয়েছে। শুক্রবার সকাল থেকে পর্যটকের আনাগোনা বাড়তে থাকে। দুপুরে গোটা সৈকত পর্যটকে পরিপূর্ণ হয়ে যায়। রাত অবধি পর্যটক উপস্থিতি যেন বাড়ছে। আগতরা সকাল ১০টা থেকে শুরু সন্ধ্যার পরেও গোসলে মত্ত রয়েছেন অনেকে। জিরো পয়েন্ট থেকে সৈকতের বেলাভূমে পূর্ব-পশ্চিম দিকে সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ করতে পর্যটক উপস্থিতি ছিল লক্ষণীয়। গোটা সৈকত পর্যটকে মুখর হয়ে ওঠে। সন্ধ্যার পরে শত শত পর্যটক ফিসফ্রাই মার্কেটে ভিড় জমায়।

তারা নানা প্রজাতির সামুদ্রিক মাছের স্বাদ নিচ্ছেন। পর্যটকের ভিড়ে হোটেল-মোটেল মালিকরা বেজায় খুশি রয়েছেন। সকল হোটেলের শতভাগ কক্ষ আগেই বুকিং রয়েছে। হোটেলে সিট না পেয়ে অনেকে স্থানীয়দের দ্বারস্থ হচ্ছেন। খাবার হোটেল মালিকসহ সকল দোকানিরা পর্যটকের ভিড়ে বেচাকেনায় স্বস্তি প্রকাশ করেন। পর্যটক খায়রুল ইসলাম ক্ষুব্ধ হয়ে বলেন, ‘এত সুন্দর  সৈকতের বেলাভূমে পুরনো শ্যাওলা ধরা জিও ব্যাগ ও জিও টিউবের কারণে নোংরা মনে হচ্ছে। এ ছাড়া হাঁটা-চলা অনেকটা বিপজ্জনক।  পা পিছলে পড়ে যায় মানুষ।’
অনেক দোকানি সৈকতে আলোর স্বল্পতার কথা জানালেন। বহুদিন পরে কাক্সিক্ষত পর্যটক উপস্থিতি কুয়াকাটায় যেন চিরচেনা চেহারা ফিরে এসেছে- এমন মতামত হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক মোতালেব শরীফের। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা অবধি এখানকার সৌন্দর্যমন্ডিত স্পটগুলোতে পর্যটকের ভিড় ছিল। তবে খাবার হোটেলগুলোয় নেওয়া দাম নিয়ে নেতিবাচক কথা শোনা গেছে। অটোভ্যান ও ভাড়াটে মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন অনেক পর্যটক। পর্যটকদের ভিড়ের কারণে টুরিস্ট পুলিশের নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে নিশ্চিত করেন দায়িত্বরতরা। অধিকাংশ ব্যবসায়ীদের দাবি আগামী রবিবার পর্যন্ত পর্যটকের এমন ভিড় থাকবে। সৈকতের বেড়িবাঁধের বাইরে ট্যুরিজম পার্ক এলাকায় সড়ক বাতির অভাবের কথা বলেছেন অনেকে।
 

×