ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

বিয়ের মঞ্চে পাত্রকে উত্ত্যক্ত পেটালেন বর! 

প্রকাশিত: ২২:২৭, ৩০ সেপ্টেম্বর ২০২৪

বিয়ের মঞ্চে পাত্রকে উত্ত্যক্ত পেটালেন বর! 

যুবককে লক্ষ্য করে কিল এবং ঘুষি মারতে থাকেন পাত্র।

পাত্রকে উত্ত্যক্ত করছিলেন পাত্রীপক্ষের এক যুবক। বার বার খুলে দিচ্ছিলেন পাগড়ি, আবার পরিয়েও দিচ্ছিলেন। শেষমেশ পাত্রের গাল ধরে জোরে টিপে দিতেই ধৈর্য্যের বাঁধ ভাঙে তার। আসন ছেড়ে উঠে উচিত শিক্ষা দিলেন ওই যুবককে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ঘটনারই একটি ভিডিও ভাইরাল হয়েছে। 

এক্স হ্যান্ডলে ভাইরাল ভিডিও তে দেখা যায়, বিয়ের মঞ্চে পাশাপাশি দু’টি আসনে বসে রয়েছেন পাত্র এবং পাত্রী। পাত্রের পেছনে দাঁড়িয়ে এক যুবক। পাত্রকে নানাভাবে উত্ত্যক্ত করছেন তিনি। এরপর একবার ওই যুবককে পাত্রের গাল ধরে টিপে দিতে দেখা যায়। আর তারপরই রেগে যান পাত্র। উঠে দাঁড়িয়ে ওই যুবককে লক্ষ্য করে কিল এবং ঘুষি মারতে থাকেন। পাত্রী পরিস্থিতি সামলাতে এলে তাকেও ঠেলে সরিয়ে দেন পাত্র। 

ভিডিওটি ইতোমধ্যে ভাইরাল হলে প্রতিক্রিয়ার ঝড় উঠে। এক নেটাগরিক লিখেছেন, ‘এ ভাবে একজনকে উত্ত্যক্ত করলে রেগে যাওয়া স্বাভাবিক।’ অন্য একজন লিখেছেন, ‘বেশ করেছে। উচিত শিক্ষা দিয়েছে। অনেকক্ষণ থেকে বিরক্ত করছিল।’

এম হাসান

×