ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ছড়া-কবিতা

প্রকাশিত: ২২:২২, ২০ সেপ্টেম্বর ২০২৪

ছড়া-কবিতা

.

কোথায় তুমি

কামাল হোসাইন

 

বলল সেদিন মা-

‘মোটেও কাঁদিস না।

তুই তো দেখি

আস্ত একটা বোকা!

মারব মাথায় টোকা।

এই তো আমি আছি

তোর শিয়রের কাছাকাছি।

নিশ্চিন্তে ঘুমা

এই যে দিলাম চুমা।

ভাবিস কেন অত?

বোকা ছেলের মতো?

দিচ্ছি আদর করে

শক্ত করে বুকের কাছে

রাখ না আমায় ধরে...।’

 

আমি তখন

মায়ের চুলের ঘ্রাণ পাচ্ছি

আমার দেহে প্রাণ পাচ্ছি।

মা ছাড়া যে আমি ভীষণ মরা

চৈত্র মাসে যেমন থাকে খরা

পানির জন্য যেমন করে

সকলে তড়পায়Ñ

মা ছাড়া এই আমি

বড্ড অসহায়!

 

হঠাৎ হঠাৎ ডুকরে কাঁদি

কোথায় তুমি মা

এদিক-ওদিক খুঁজছি কত

কোত্থাও পাই না।

 

*

রঙিন শরৎ

শাহরিয়ার শাহাদাত

 

হাওয়ার নাচন কী কুড়মুড়ে

কামার দিঘির দু’ধার জুড়ে

নরম কাশের গাল,

বৃষ্টি আধো; কোথায় হারায়

সূর্য্যি বুঝি রয় পাহারায়?

আসলো শরৎকাল!

 

হাতছানি দেয় আকাশ বাড়ি

জড়িয়ে নিলো নীলাভ শাড়ি

শুভ্র মেঘের পাল,

যাচ্ছে কোথায় মেঘের পালক?

মন উঠোনে আঁকছে বালক

রঙিন শরৎকাল!

 

রোদকুঁড়ি রোদ মাখায় আদর

সবুজ পাতায় ক্লান্ত ভাদর

পড়ছে পাকা তাল,

মন ছুটে যায় শিউলি তলে

দুপুর ঝিঁমায় যে অঞ্চলে

নামলো শরৎকাল!

 

ঝির-ঝির-ঝির শীতল কাঁপন

জোছনা জরি করলো আপন

রাত্রি টালমাটাল,

ঠিকরে পড়ে চাঁদের আলো

শিশির বনে ঘুমপাড়ালো

নিঝুম শরৎকাল!

 

*

চাঁদের দেশে

শারমিন নাহার ঝর্ণা

 

চাঁদের দেশে উড়ছে খুকি

স্বপ্ন ডানা মেলে,

সঙ্গে নেবে খেলার সাথি

পরীর দেখা পেলে।

 

পরীর সাথে খেলবে খুকি

ওড়াউড়ি খেলা,

চাঁদের দেশে মেঘের সাথে

কাটবে সারা বেলা।

 

চাঁদের দেশে চাঁদের বুড়ি

বসে সুতা কাটে,

দেখে খুকির বেলা গেলো

সূর্য নামে পাটে।

 

*

আবুল কাকা

রহমান জীবন

 

পাখি প্রিয় আবুল কাকা

ভালোবাসেন পাখি

ঘরে পোষেন ময়না ছানা

খাঁচায় বন্দি রাখি।

 

প্রতিদিনই দুধ-কলা দেন

বেঁধে খাঁচার শিকে

কিন্তু পাখি তাকিয়ে থাকে

ঐ আকাশের দিকে।

 

আবুল কাকার ছোট্ট ছেলে

বলে বাবা শোনো

খাঁচায় রেখে পাখি পোষা

ভালো কাজ না কোনো।

 

ছেলের কথায় আবুল কাকা

খাঁচার দরজা খোলে

ময়না ছানা ছেড়ে দিয়ে

ছেলেকে নেন কোলে।

 

বলেন, ‘খোকা ঠিক বলেছিস-

এটা মোটেও ঠিক না,

খাঁচায় রেখে পাখি পোষা

সত্যি ভালো দিক না।’

×