ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

aiub
aiub

কলম করা গাছ

প্রকাশিত: ২২:২৮, ১৪ জুলাই ২০২৪

কলম করা গাছ

.

নার্সারি থেকে আমরা কলম করা গাছ কিনে থাকি। আর সেই গাছে যদি ফুল, ফল ধরে থাকে তাহলে তো কথাই নেই। কিন্তু বাসায় আনলে ফুল থেকে ফল হওয়ার পর প্রায় অনেকদিন কোনো ফল হয় না।

সম্পর্কে কৃষিবিদ মীর রুকাইয়া ইসলাম জানান- কলম করা গাছে ফুল আসলে প্রথম বার ফুলগুলো ছিঁড়ে ফেলতে হবে। না হয় গাছ ফলের জন্য পরিপূর্ণ পুষ্টি নিশ্চিত করতে পারে না। তাই গাছের পরিপূর্ণ বৃদ্ধির জন্য ফুল, ফল আসলে সরিয়ে ফেলাই উত্তম। এতে গাছের ফলের আকৃতি ভালো হবে। প্রথম বছর পর্যন্ত রুট স্টক সায়ন এর সংযোগস্থল দুর্বল থাকে। তাই তারা ফলের ভার বহন করার ক্ষমতা রাখে না।      যাপিত জীবন ডেস্ক

×