ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মেট্রোরেলে খেলেন সমুচা, উচ্ছিষ্ট ফেললেন সিটের নিচে

প্রকাশিত: ২১:০৯, ৩ জুন ২০২৪

মেট্রোরেলে খেলেন সমুচা, উচ্ছিষ্ট ফেললেন সিটের নিচে

মেট্রোরেলের সিটে বসে সমুচা খাচ্ছেন দুই নারী।

এবার মেট্রোরেলে বসেই নিষেধাজ্ঞা অমান্য করে সমুচা দিয়ে নাস্তা সারলেন দুই নারী। সেইসঙ্গে সমুচার উচ্ছিষ্ট মেট্রোরেলের সিটের নিচে ফেলেছেন এক নারী। ভারতের দিল্লির মেট্রোরেলে এ ঘটনা ঘটে। 

সমুচা দিয়ে তাদের নাস্তা করার দৃশ্য ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে কেউ। এরপরই ভিডিওটি ভাইরাল হয়ে গেলে নেটিজেনরা বিভন্ন মন্তব্য করেন। 

ভিডিওতে দেখা গেছে, মেট্রোর সিটে দুই নারী বসে সমুচা খাচ্ছেন। খাওয়ার সময় মেট্রোর সিটের নিচে বর্জ্য ফেলে দিতে দেখা যায় একজনকে। ভিডিওটি ইনস্টাগ্রামে ১৬ লাখ বার দেখা হয়েছে। এছাড়া, বহু নেটিজেন তাদের এই কর্মকাণ্ডে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন।

মন্তব্যে একজন লেখেন, ‘তারা পিৎজা, বার্গার কিংবা স্টারবাক খেতে পারত কিন্তু সমুচা নয়।’ আরেকজন লিখেছেন, ‘তারা তো খাবার খাচ্ছে, মারামারি বা নাচানাচি করেনি।’ অপর আরেকজন লিখেছেন, ‘মেট্রোতে খাবার খাওয়া নিষিদ্ধ।’

 

এম হাসান

সম্পর্কিত বিষয়:

×