ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

চুলের যত্ন

প্রকাশিত: ২১:২৯, ২১ এপ্রিল ২০২৪

চুলের যত্ন

.

একরাশ ঘন কালো রেশম চুল কার না পছন্দ! তা সেটা ছোটই হোক কিংবা বড়হতে হবে স্বাস্থ্যোজ্জ্বল, রেশম এবং ঝলমলেচলে এসেছে ঈদত্বক ও চুলের চাই বাড়তি যত্নযাতে ঈদের দিন নিজেকে সুন্দর লাগেতবে অনেক মেয়েরা পার্লারে যাওয়ার সময় পান নাতারা চাইলে ঘরে বসেই একটুখানি যত্ন নিতেন পারেঅল্প সময়ে চুলের যত্ন নেওয়ার খুব সহজ আর ছোট্ট একটি টিপস দেয়া হলো-

একটি বাটি বা কাপে যতটা শ্যাম্পু আপনার লাগে, তা নিয়ে নিনসঙ্গে নিন সমপরিমাণ লেবুর রস আর ১ চা চামচ চিনিএটিকে এমনভাবে মিশিয়ে নিন যাতে চিনি গলে যায়এবার গোসলের আগে মিশ্রণটি ভালো করে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে ৫ মিনিট অপেক্ষা করুনতারপর ভালোভাবে ধুয়ে ফেলুনএকবার ব্যবহারেই চুলের পরিবর্তন চোখে পড়বেপ্রতিবার শ্যাম্পু করার সময় এভাবেই করুনএটি চুলের খুশকি দূর করে, কন্ডিশনারের কাজ করবে এবং চুল পাকা রোধেও সহায়কচুলও থাকবে ঝরঝরে

যাপিত জীবন প্রতিবেদক

×