ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

মেট্রোরেলের লাইনে চলছে ট্রাক!

প্রকাশিত: ১৯:৪৬, ২৬ ফেব্রুয়ারি ২০২৪

মেট্রোরেলের লাইনে চলছে ট্রাক!

মেট্রো লাইনে ট্রাক চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্প্রতি ভাইরাল হওয়া কিছু ছবিতে দেখা গেছে, মেট্রো লাইনে ট্রাক চলছে! তবে এতে অবাক হওয়ার কিছু নেই, প্রতি শুক্রবারই এই ‘ট্রাক’ মেট্রো লাইনের রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত থাকে।

ফেসবুকে কেউ কেউ ছবিগুলো শেয়ার করে বলছেন,‘প্রথম দেখে থাকলে এটি শেয়ার করুন।’ কেউ বিস্ময় প্রকাশ করেছেন, ‘ওই ট্রাক ওইখানে উঠল কেমনে?’ আবার কেউ কেউ দিয়েছেন বিভিন্ন পরামর্শ।

ফেসবুকে মেট্রোরেলের একটি কমিউনিটি গ্রুপে দুটি ছবি শেয়ার করে লেখা হয়েছে, ‘প্রতি শুক্রবার এভাবেই মেট্রোট্রাকে করে মেট্রোরেলের পুরো লাইন রক্ষণাবেক্ষণের কাজ করা হয়।’

সেখানে মোহাম্মদ সুজন নামের একজন কমেন্ট করেছেন, ‘চিন্তার বিষয় ট্রাকটা ওইখানে উঠলো কীভাবে?’ উত্তরে মো. সবুজ ভূঁইয়া নামের একজন মন্তব্য করেছেন, ‘দিয়া বাড়ি ডিপো থেকে ওঠে।’

 

এম হাসান

সম্পর্কিত বিষয়:

×