
নগর ভবনে ইনস্টিটিউট পরিদর্শন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন
‘উন্নয়ন দৃশ্যমান, এবার হবে কর্মসংস্থান’ এটি ছিল সর্বশেষ রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের প্রতিশ্রুতি। সে অনুযায়ী রাজশাহী মহানগরীর শিক্ষিত বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছরের শুরুর দিন থেকে রাজশাহীতে যাত্রা শুরু করেছে ‘আরসিসি এমপ্লয়মেন্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট’। রাজশাহী সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠিত হয়েছে এ ইনস্টিটিউট।
বছরের শুরুর দিন নগর ভবনের সিটি হলরুমে ইনস্টিটিউটে ভর্তিকৃত প্রশিক্ষণার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে এটির যাত্রা শুরু হয়। ২৪০ প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
রাজশাহী সিটি করপোরেশন সূত্র জানায়, ইতোমধ্যে ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং, ভিডিও এডিটিং ফর ফ্রিল্যান্সিং কোর্স শুরু হয়েছে। চার মাসব্যাপী প্রশিক্ষণে প্রথম ব্যাচে চারটি কোর্সে ২৪০ জন শিক্ষার্থী প্রশিক্ষণের সুযোগ পেয়েছেন।
‘আরসিসি এমপ্লয়মেন্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট’ এর কো-অর্ডিনেটর ও রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মুহা, হবিবুর রহমান জানান, প্রথম পর্যায়ে যোগাযোগ দক্ষতা বাড়ানোর জন্য এ ২৪০ জনকে কোনো রকম ফি ছাড়াই ইংরেজি ভাষায় দক্ষ করে তোলা হবে। বাংলাদেশের সিটি করপোরেশনগুলোর মধ্যে একমাত্র রাজশাহী সিটি করপোরেশনের এ উদ্ভাবনীমূলক উদ্যোগ সংশ্লিষ্টদের আশান্বিত ও প্রভাবিত করবে।
তিনি জানান, প্রথম অবস্থায় ৩০টি কম্পিউটারযুক্ত সমৃদ্ধ একটি আধুনিক ল্যাব তৈরি সম্পন্ন হয়েছে। আরও দুটি কম্পিউটার ল্যাব সৃজনের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে। একসঙ্গে প্রায় ২৪০ প্রশিক্ষণার্থী এখানে কম্পিউটারভিত্তিক উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করে কর্মসংস্থানে প্রবেশ করবে।
এদিকে সম্প্রতি রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের এ ইনস্টিটিউউট পরিদর্শন করে ব্যাপক প্রশংসা ও সম্ভাবনার কথা বলেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, ডলার আয় করে স্মার্ট কর্মসংস্থান সৃষ্টিতে রাজশাহী দৃষ্টান্ত হবে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নগর ভবনের ১০তলায় স্থাপিত ইনস্টিটিউটের কার্যক্রম ও ল্যাব পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোররেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
খায়রুজ্জামান লিটন বলেন, ফ্রিল্যান্সিং বাংলাদেশে ভবিষ্যতে বিদেশী মুদ্রা আয়ের বড় খাত হবে। রাজশাহীতে কর্মসংস্থান সৃষ্টিতে আরসিসি এমপ্লয়মেন্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। আগামীতে মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্র গড়ে তোলা হবে। এখানে তরুণ-তরুণীরা প্রশিক্ষণ নিয়ে ফ্রিল্যান্সিং করে অর্থ আয় করতে পারবে। অন্যান্য ক্ষেত্রের মতো ফ্রিল্যান্সিং করে ডলার আয় এবং স্মার্ট কর্মসংস্থান সৃষ্টিতে দৃষ্টান্ত হবে রাজশাহী। লিটন বলেন, প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের যে স্বপ্ন, আগামী ২০৪১ সালের মধ্যে ইনশা আল্লাহ সেই স্বপ্ন বাস্তবায়ন হবে।
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আরসিসি এমপ্লয়মেন্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট পরিদর্শন করেছি। এটি অনেক ভালো একটি উদ্যোগ। এই মডেলটি সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হবে। স্মার্ট কর্মসংস্থান সৃষ্টিতে এটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।
তিনি বলেন, মেয়র খায়রুজ্জামান লিটন রাজশাহীকে সারা দেশের মধ্যে সেরা ও মডেল শহরে পরিণত করেছেন। সারা বাংলাদেশ তাকে অনুসরণ করছে।