ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

সবচেয়ে কম বয়সী কোটিপতি

প্রকাশিত: ১১:৫৮, ২ ডিসেম্বর ২০২৩

সবচেয়ে কম বয়সী কোটিপতি

কিশোর মায়াঙ্ক। ছবি: এক্স থেকে নেওয়া

ভারতের জনপ্রিয় কুইজ শো কৌন বনেগা ক্রোড়পতিতে গিয়ে এক কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৩২ লাখ) জিতে ইতিহাস গড়ল ১৪ বছর বয়সী কিশোর মায়াঙ্ক। অষ্টম শ্রেণিতে পড়ুয়া হরিয়ানার এই কিশোরই কেবিসির সবচেয়ে কম বয়সী কোটিপতি। 
 
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত আগস্টে শুরু হয়েছে কেবিসির নতুন সিজন। এবারও এতে উপস্থাপনা করছেন জনপ্রিয় ভারতীয় চলচ্চিত্র অভিনেতা অমিতাভ বচ্চন। সম্প্রতি চলছিল এই কুইজ শো-এর ‘জুনিয়র’ স্পেশ্যাল উইক। সেখানেই হরিয়ানার মহেন্দ্রগড়ের ১৪ বছরের কিশোর জিতে নিল কোটি রুপি।   

কোটিপতি মায়াঙ্কের জ্ঞানে মুগ্ধ বিগ বি। দেশ-দুনিয়ার নানান ক্ষেত্র নিয়ে তার যে জ্ঞান তা সত্যিই তাক লাগিয়েছে। 

কোটিপতি হয়ে দারুণ উচ্ছ্বসিত সে। বাবা-মা'কে জড়িয়ে ধরে কেঁদে ফেলে মায়াঙ্ক। অনুভূতি জানাতে গিয়ে এই কিশোর বলে, ‘আমি সত্যি খুব ভাগ্যবান আমার জ্ঞানের ভাণ্ডার কেবিসির মঞ্চে তুলে ধরতে পেরে। এত কম বয়সে কোটিপতি হওয়াটা আমার গোটা পরিবাররে কাছে গর্বের বিষয়’। 

যে প্রশ্নের উত্তর দিয়ে কোটি রুপি জিতল মায়াঙ্ক
কোন ইউরোপীয় মানচিত্রকার সদ্য আবিষ্কার করা মহাদেশের ম্যাপ তৈরি করেছিলেন, যার ওপর আমেরিকা লেখা ছিল? চারটি অপশন ছিল- A) আব্রাহাম অর্টেলিয়াস B) জেরারডাস মার্কেটর C) জিওভানি বাতিস্তা অ্যাগনেস এবং D) মার্টিন ওয়াল্ডসিমুলার। 

এ প্রশ্নের উত্তরে মায়াঙ্ক মার্টিন ওয়াল্ডসিমুলারের নাম বাছাই করে। যা ছিল সঠিক উত্তর।  

 এসআর

×