প্রতীকী ছবি।
হাসপাতালে স্ত্রীর অস্ত্রোপচার দেখে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন এক স্বামী। যার কারণে তিনি জরিমানা চেয়ে হাসপাতালের বিরুদ্ধে মামলাও দায়ের করেছেন। এই অবাক করা ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ায়।
ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, ভারতীয় বংশোদ্ভুত অনিল কপুলারের স্ত্রী মেলবোর্নের রয়্যাল উইমেনস হসপিটালে ২০১৮ সালের জানুয়ারিতে সিজারের মাধ্যমে সন্তান প্রসব করেন। মামলায় অনিল অভিযোগ করেন যে, স্ত্রীর অস্ত্রোপচার দেখতে তাঁকে উৎসাহিত করে হাসপাতাল কর্তৃপক্ষ। আর অস্ত্রোপচারের সময় রক্ত ও শরীরের অভ্যন্তরীন অঙ্গপ্রত্যঙ্গ দেখে তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। আর এ জন্য ক্ষতিপূরণ হিসেবে রয়্যাল উইমেনস হসপিটালের কাছে এক বিলিয়ন ডলার চেয়েছেন অনিল।
আরও পড়ুন :হলের ছাদ থেকে নিচে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু
এদিকে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানায়, অনিলের মামলা খারিজ করে দিয়েছেন অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশের আদালত। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তাঁরা কোনো দায়িত্ব লঙ্ঘন করেনি।
অস্ট্রেলিয়ার আইনজীবীরা জানান, অস্ত্রোপচার দেখে অনিলের কোনো আর্থিক ক্ষতি হয়নি। আর তিনি যে অসুস্থতার কথা জানিয়েছেন, তা গুরুতর নয়।
টিএস