ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

মৃত্যুর আগে প্রাক্তনকে কাছে চান স্ত্রী, ইচ্ছে পূরণ করলেন স্বামী

প্রকাশিত: ১৮:২২, ৯ আগস্ট ২০২৩; আপডেট: ১৮:৫৬, ৯ আগস্ট ২০২৩

মৃত্যুর আগে প্রাক্তনকে কাছে চান স্ত্রী, ইচ্ছে পূরণ করলেন স্বামী

প্রেমিক ও প্রেমিকা। 

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক রকম খবর ঘিরেই শুরু হয় হইচই। কিছু খবর মনে দাগ কাটে, আবার কিছু খবর অবাকও করে। সম্প্রতি সামাজিক মাধ্যমে এক যুবক নিজের স্ত্রীর এমন এক ইচ্ছের কথা জানিয়েছেন। 

‘রেডইট’ নামক এক সমাজিক মাধ্যমের সাইটে যুবক জানান, কঠিন অসুখে ভুগছেন তার স্ত্রী। চিকিৎসক জানিয়েছেন তার স্ত্রীর হাতে মাত্র নয় মাস সময় আছে। এক যুগেরও বেশি সময় ধরে সম্পর্কে থাকা দম্পতি এখন জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। স্ত্রীর জীবনের শেষ মুহূর্তে তিনি তার স্বপ্নগুলো পূরণ করার আপ্রাণ চেষ্টা করে চলেছেন। তবে স্ত্রীর একটি ইচ্ছে শুনে হতবাক হয়ে যান তিনি।

তার স্ত্রী তাকে বলেন, ‘জীবনে শেষ বারের মতো তিনি তার প্রাক্তন প্রেমিকের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে চান। স্ত্রীর এই আর্জি শুনে কী করবেন বুঝতে পারছেন না যুবক। এক দিকে স্ত্রীর ইচ্ছেপূরণ করতে চাইলেও মন থেকে তিনি এই কথা কিছুতেই মেনে নিতে পারছেন না।’

যুবক বলেন, ‘স্ত্রীর এই ইচ্ছে শুনে আমার মন ভেঙে গেছে। স্ত্রী মৃত্যুপথযাত্রী, তাই হয়তো শেষমেশ আমায় ওর এই ইচ্ছে মেনেও নিতে হবে। তবে মনকে কী করে বোঝাবো, তা ভেবে উঠতে পারছি না।’

আরও পড়ুন >>  

বাবা-মায়ের অনুমতি নিয়েই চুম্বন ও বেডরুম দৃশ্যে অভিনয় করেছি

এসএসসি উত্তীর্ণদের জন্য বড় সুখবর

বিশ্বকাপে সূচি বদলালো আইসিসি

নতুন কর্মসূচি ঘোষণা করল বিএনপি

অক্টোবরে মতিঝিল পর্যন্ত চলবে মেট্রোরেল

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নভেম্বরে

এম হাসান

×