ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিয়ের পোশাকে মেট্রো রেলে কনে

প্রকাশিত: ১৮:৪০, ১৮ জুলাই ২০২৩

বিয়ের পোশাকে মেট্রো রেলে কনে

কনের গেটআপে মেট্রো রেলে

কনের গেটআপে মেয়েটিকে ঘুরতে দেখা যায়। আশেপাশে বসা লোকজন তা দেখে স্তব্ধ হয়ে যায়। সবার দৃষ্টি তার দিকে স্থির। 

দিল্লি মেট্রো রেলের গল্প সেই যে শুরু হলো তা আর থামার নাম নেই। দিল্লি মেট্রো নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমের ছড়াছড়ি। এখানে মানুষজন প্রায়শই এমন কিছু করে থাকেন। যা তারা সচরাচর টিভির পর্দায় বা মোবাইলের স্ক্রিনে দেখতে পান। কখনো যুগলেরা চুম্বন করেন, কখনো আবার সিট নিয়ে দুই যাত্রীর মধ্যে চূড়ান্ত মারপিট। 

ঠিক সে রকমই দিল্লি মেট্রোর আর একটি ক্লিপ সকলের আলোচনার বিষয় হয়ে উঠেছে। অন্যান্য ভিডিওর সঙ্গে পার্থক্য হলো, এই ভিডিওতে কাউকে কোনো অন্যায় কাজ করতে বা নাচতে দেখা যায় না। এই কারণেই সবাই এটি পছন্দ করছেন। আসলে ভিডিওতে দেখা মেয়েটিকে কনের মতো দেখাচ্ছে। তিনি একটি মেরুন রঙের ভারী ব্রাইডাল লেহেঙ্গা পরেছেন।

দিল্লি মেট্রো রেলে যেসব ভিডিও এর আগে আমাদের নজরে এসেছে, তার বেশির ভাগই বিতর্কিত। এক্ষেত্রে বিতর্কের কিছু নেই। তবে অবাক হওয়ার মতো অনেক কিছুই রয়েছে। আপনি পাবলিক ট্রান্সপোর্টে কবে কোন কনেকে যাতায়াত করতে দেখেছিলেন? আদৌ কি কখনও তা দেখেছিলেন? এই কনের হাতে ছিল কোট বা শেরওয়ানির একটি ব্যাগও। 

নেটিজ়েনরা দেখার পর সমালোচনা করে বলছেন, বরের কোট নিয়ে যাচ্ছেন তিনি, সম্ভবত পালিয়ে গিয়ে বিয়ে করার চিন্তাভাবনা তাদের।

এসআর

সম্পর্কিত বিষয়:

×