ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

আইনগত সহায়তা দিবস পালিত

​​​​​​​স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১:৪৫, ২৮ এপ্রিল ২০২৩

আইনগত সহায়তা  দিবস  পালিত

.

বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩। দিবসটি  উপলক্ষে শুক্রবার  দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকাল ১০টায় আইন বিচার বিভাগের উদ্যোগে রাজধানীর নিবন্ধন অধিদপ্তর প্রাঙ্গণ থেকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট পর্যন্ত একটি ্যালি অনুষ্ঠিত হয়। ্যালিতে আইন বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এছাড়া আইন বিচার বিভাগ এবং এর আওতাধীন প্রতিষ্ঠানসমূহের সকল কর্মকর্তা-কর্মচারী এবং এনজিও প্রতিনিধিরা  ্যালিতে অংশগ্রহণ করেন।

্যালি শেষে সকাল সাড়ে ১০টায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে দিবসটির তাৎপর্য তুলে ধরে আইন বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার সংক্ষিপ্ত বক্তৃতা প্রদান করেন। বক্তৃতায় তিনি বলেন, আইনগত সহায়তা কার্যক্রম অধিকতর সম্প্রসারণের লক্ষ্যে আইন, বিচার সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হকের নেতৃত্বে আইন বিচার বিভাগ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, সমাজের অসচ্ছল সুবিধাবঞ্চিত জনগণের সমান আইনি সুরক্ষা নিশ্চিত করার জন্য সকলকে একত্রে কাজ করতে হবে, যার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

আইন সচিব বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা স্বাধীনতা অর্জন করেছি, যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম লক্ষ্য। মানবাধিকার, সামাজিক উন্নয়ন ন্যায়বিচার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ বাস্তবায়ন করছে।

×