ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

‘টাকার বৃষ্টি’

প্রকাশিত: ০০:০৬, ২৪ অক্টোবর ২০২২

‘টাকার বৃষ্টি’

.

চিলির একটি মহাসড়কে টাকার বৃষ্টির একটি ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে। ‘টাকার বৃষ্টির’ সঙ্গে ডাকাতির ঘটনা জড়িত। ডাকাতি করে যাওয়ার সময় ওই ডাকাত দলকে পুলিশ তাড়া করে। উপায়ন্তর না পেয়ে গাড়ি থেকে টাকার ব্যাগ ছুড়ে ফেলে পালায় ডাকাতরা। এতে মহাসড়কে টাকার বৃষ্টির মতো দৃশ্য তৈরি হয়। ডাকাতেরা চিলির একটি ক্যাসিনোতে হানা দেয়। সেখান থেকে তারা বিপুল অর্থ লুট করে। ডাকাতেরা এক কোটি পেসো লুট করেছিল।

একপর্যায়ে ডাকাতদের ধাওয়া করে পুলিশ। ধাওয়া খেয়ে ডাকাতেরা গাড়িতে মহাসড়ক ধরে পালাচ্ছিল। পুলিশও পেছন পেছন যাচ্ছিল। ধরা পড়ে যাবে ভেবে ডাকাতেরা গাড়ির জানালা থেকে লুটের টাকাভর্তি ব্যাগ মহাসড়কে ছুড়ে মারে। ব্যাগটি মহাসড়কে পড়লে টাকাগুলো উড়তে থাকে। পরে পুলিশের সদস্যরা টাকাগুলো কুড়িয়ে নেন। ট্রাফিক ক্যামেরায় এই দৃশ্য ধরা পড়েছে। লুট হওয়া অর্থের অধিকাংশই উদ্ধার করেছে পুলিশ। ডাকাতির ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। -বিবিসি অবলম্বনে।

 

 

×