ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

সুখে ভরা শৈশব

জোয়াইরিয়া বিনতে আজিজ

প্রকাশিত: ২২:৩২, ১৭ জুলাই ২০২২

সুখে ভরা শৈশব

.

শৈশবের বেশিরভাগ সময় কাটে খেলাধুলার মধ্যেমেলবন্ধনের আবেশে ভরে ওঠে একটি শিশুর অন্তরগ্রামীণ পরিবেশের শিশু আর শহুরে শিশুর বেড়ে ওঠার মধ্যে বিস্তর ফারাক রয়েছেফুটবল, বউচি, মোরগ লড়াই, লাটিম, মার্বেল প্রভৃতি খেলা দিয়ে গ্রামের শিশুর শৈশব শুরু হয়তবে শহুরে জীবন একটু ব্যতিক্রমশহুরে শিশুরা বড় হয় মোবাইল, ট্যাব, কম্পিউটার ইত্যাদির সঙ্গ পেয়েএখানে মাঠের অভাব, খেলার সাথীর অভাব, বন্দী জীবন অনেকটাতবে যতই চেষ্টা করা হোক না কেন, খেলাধুলা থেকে শিশুকে বিরত রাখা যায় না

কারণ এটাই প্রকৃতির নিয়মসেই গ্রামীণ প্রাণের শৈশব শুরু গাছে ওঠা, পেয়ারা পেড়ে খাওয়া, বাদাম গাছের ডালে বসে বাদাম খাওয়ার চেয়ে নিচে থাকা সাথীদের লোভ দেখানোর মতো মজা আর কিছু ছিল নাপিকনিক করতে হলে সবার বাড়ি থেকে একটু একটু উপকরণ এনে সবাই একসঙ্গে ইটের বা মাটির চুলায় রান্না করাঅনেক সময় ধান ক্ষেতে লুকোচুরি খেলতে গিয়ে চাষার বকুনি খাওয়া -এসবও দারুণ অভিজ্ঞতার সৃষ্টি করে ছেলেবেলায়বৃষ্টিতে ফুটবল খেলা, কাদা মাখামাখি করে নেচে ওঠা মন আজ বুড়িয়ে যাচ্ছে সময়ের ব্যবধানে

একসঙ্গে পুকুরে গোসল করে কার চেয়ে কে বেশিক্ষণ ডুব দিয়ে থাকতে পারে সেই প্রতিযোগিতাও হতো খুবএখন পুকুর সব ভরাটকেউ ডুব প্রতিযোগিতাও করে নাস্থাপনার নামে কঙ্কাল হয়ে যাচ্ছে সৌম্য প্রকৃতিসন্ধ্যে নামার আগে আগে বাড়ি ফিরে আসার সময় আগামীকাল কি খেলা হবে সেই পরিকল্পনা করাও ছিল দৈনন্দিন রুটিনস্কুলে বন্ধুর মার খাওয়া দেখে অঝোরে কেঁদে ফেলা যেতহারিয়ে গেছে সেসব অতীত অনুভূতি, যা বর্তমান সময়ে খুব দরকার হয়মাস্টার মশাইয়ের বেত লুকিয়ে রাখার মধ্যেও মজা খুঁজতাম ছোটবেলায়অথচ উনি রাগে গজগজ করতেন তখনযাকে পাবে তাকে খাবে অবস্থা! উঁচু দালানে পানির ট্যাংকে পা ঝুলিয়ে বসে থাকার মধ্যেও আনন্দ ছিল খুবসাইকেল চালিয়ে দাঁপিয়ে বেড়ানো দিনগুলো প্রতিনিয়ত ধরা দেয় মানসপটে

স্কুল ছুটি হলে ভরদুপুরে তপ্ত রোদে আইসক্রিম খেয়ে খেয়ে বাসায় ফিরে আসাটাও আজ পথ হারিয়ে ফেলেহঠা হঠা গ্রামে-গঞ্জে এই চিত্রগুলো দেখা যায়তখন ব্যাকুল হয়ে ওঠে মন আরেকবার ফিরে যেতে পাগলামির শৈশবেধরা দিতে ইচ্ছে করে পুরনো ধান ক্ষেতের চাষার কাছেদাঁপিয়ে বেড়াতে ইচ্ছে করে সাইকেলে আর ইচ্ছে করে ঝাঁú দিতে মাঝ পুকুরেমন কাঁদে ফিরে যেতে টইটুম্বুর জলভরা সাগরের পাড়েআরেকবার ইচ্ছে করে ছেলেবেলার বন্ধুর বন্ধু হতেস্মৃতি হয়ে থাকুক এসব, ফিরে পাক জীবনের জয়গান

×