ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রাহায়ণ ১৪৩১

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশিত: ১৪:৪৫, ২৩ জুন ২০২২

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আব্দুল কাদের (৬৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালের কালীগঞ্জ শহরের ব্র্যাক অফিসের সামনে গ্যাস ভর্তি একটি ট্রাক বাইসাইকেল আরোহীকে চাপা দিলে এ নিহতের ঘটনা ঘটে। নিহত আব্দুল কাদের কালীগঞ্জ উপজেলার ভাটপাড়া ছালাভরা গ্রামের বাদশা মিয়ার ছেলে। নিহতের ভাই আনোয়ার হোসেন জানান, আমার ভাই কালীগঞ্জ শহরের কাঁচামালের আড়তে দীর্ঘ ৪০ বছর ধরে কাজ করে আসছিলেন। আজও সকালে বাইসাইকেলযোগে আড়তে যাচ্ছিলেন। পথিমধ্যে শহরের ব্র্যাক অফিসের সামনে পৌঁছিলে গ্যাসের একটি গাড়ি তাকে চাপা দেয়। তাকে মুমুর্ষ অবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। কালীগঞ্জ থানার ওসি দুর্ঘটনার বিষয়টি নিশ্চত করেছেন।
×