ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

গরু বাঁচাতে গিয়ে প্রাণ গেল মা ও ছেলের

প্রকাশিত: ১৮:০৮, ১৬ জুন ২০২২

গরু বাঁচাতে গিয়ে প্রাণ গেল মা ও ছেলের

সংবাদদাতা, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা ॥ বাড়ির পাশের জমিতে ঘাস খাওয়ার জন্য বেঁধে রেখে এসেছিল নিজের পালিত গরুকে। এক সময় দেখা গেলো সেখানকার বিদ্যুতের খুঁটির সাথে ঝুলে থাকা একটি তারের সংস্পর্শে এসে গরুটি মাটিতে পড়ে ছটফট করছে। গরুটিকে বাঁচাতে গিয়ে গরুর সাথে একই ভাবে বিদ্যুতস্পর্শে অক্রান্ত হয় রিফাত মিয়া নামে ১২ বছরের এক কিশোর। তাকে বাঁচাতে গিয়ে একই কারণে একই পরিণতি বরণ করতে হয় রিফাতের মা রহিমা বেগমকেও। মা-ছেলে ও গরুটির বিদ্যুতস্পর্শে মর্মস্পর্শী মৃত্যুর এ ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের মহিষমুড়ি গ্রামে। বিদ্যুতের ঝুলে থাকা তারের স্পর্শে মর্মান্তিকভাবে মৃত্যুবরণকারীরা হলো ওই গ্রামের রফিকুল ইসলাম বাবুর স্ত্রী রহিমা বেগম (৩৫) ও পুত্র রিফাত মিয়া (১২)। এ ঘটনায় গরুটিও মারা গেছে। গোবিন্দগঞ্জের বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জি বিষয়টি নিশ্চিত করে জানান, বাড়ীর পাশের একটি জমিতে ঘাস খাওয়ার সময় বিদ্যুতের খুঁটি সাথে ঝুলে থাকা ছেঁড়া তারে আটকে পরে একটি গরু। সেটিকে উদ্ধার করতে নেমে প্রথমে ছেলে পরে মা আটকা পরে আহত হন। তাদের পার্শ্ববর্তী দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
×