ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রাহায়ণ ১৪৩১

হলের ছাদ থেকে লাফ দিয়ে জাবি ছাত্রের আত্মহত্যা

প্রকাশিত: ০১:৪৯, ১১ মে ২০২২

হলের ছাদ থেকে লাফ দিয়ে জাবি ছাত্রের আত্মহত্যা

জাবি সংবাদদাতা ॥ বৃষ্টির সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ রফিক-জব্বার হলের ছাদ থেকে লাফ দিয়ে অমিত কুমার বিশ^াস নামের এক ছাত্র আত্মহত্যা করেছেন। তিনি বিশ^বিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরে অধ্যয়নরত ছিলেন। তার গ্রামের বাড়ি খুলনা জেলার খালিশপুরে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বৃষ্টির সময় তিনি শহীদ রফিক-জব্বার ৫ তলার ছাদ থকে পড়ে গুরুতর আহত হলে আহত অবস্থায় তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র থেকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ৫টা ১৮ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়। কর্তব্যরত চিকিৎসক ডাঃ ইফরান বলেন, অভ্যন্তরীণ রক্তপাত ও মাথায় গুরুতর আঘাতের কারণে তার মৃত্যু হয়। স্বাভাবিক মৃত্যু হিসেবে ধারণা করা হলেও পরবর্তীতে রাত ৯টায় অমিত কুমার বিশ^াসের কক্ষে তার নাম স্বাক্ষরিত একটি চিরকুট পাওয়া যায়। যেখানে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমার মস্তিষ্কই আমার মৃত্যুর জন্য দায়ী। আমি নিজেই নিজের শত্রু হয়ে পড়েছি অজান্তেই। নিজের সঙ্গে যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত। আর না। এবার মুক্তি চাই। প্রিয় মা, বাবা, ছোটবোন, সবাই পারলে আমাকে ক্ষমা করে দিও। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে চিরকুটের হাতের লেখাটি অমিত কুমার বিশ^াসের লেখার সঙ্গে মিল পাওয়া গেছে বলে জানা গেছে।
×