ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টর উল্টে চালক নিহত ॥ নদীতে শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৪:৩৪, ১০ এপ্রিল ২০২২

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টর উল্টে চালক নিহত ॥ নদীতে শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, চাঁপাইনবাবগঞ্জ ॥ চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রানীহাটির মিয়াপাড়া ঈদগাহের কাছে ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক রায়হান আলী (২৫) নিহত হয়েছেন। আজ রবিবার সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান আলী সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সতের রশিয়া গ্রামের শাহ আলমের ছেলে। প্রত্যক্ষদর্শীরা বলেন, সকালে রায়হান আলী ট্রাক্টর নিয়ে সদর উপজেলার দিকে যাচ্ছিলেন। মিয়াপাড়া ঈদগাহের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি খাদে পড়ে যায়। এ সময় ট্রাক্টরের নিচে চাপা পড়ে চালক রায়হান আলী ঘটনাস্থলেই নিহত হন। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বিষয়টির নিশ্চিত করে বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে, শিবগঞ্জ উপজেলার শ্যামপুর পাগলা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আবদুল্লাহ (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকালে নদীতে শিশুটির মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন। এরআগে গত শনিবার দুপুরে উপজেলার শ্যামপুরে পাগলা নদীতে গোসল করতে নেমে শিশুটি ডুবে যায়। নিহত শিশুটি আবদুল্লাহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর গুড়িপাড়ার রফিকুল ইসলামের ছেলে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ বিষয়টির নিশ্চিত করে বলেন, পরিবারের মৌখিক আবেদনে প্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
×