অনলাইন ডেস্ক ॥ অস্কারের মঞ্চে ক্রিস রককে চড় মেরে পরে দুঃখ প্রকাশ করে পদত্যাগ করেও শাস্তি এড়াতে পারলেন না উইল স্মিথ।
হলিউডের এই তারকাকে অস্কারের আয়োজনে ১০ বছরের জন্য নিষিদ্ধ করেছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।
শুক্রবার অস্কার কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত ঘোষণা করে বলে সিএনএন জানিয়েছে।
এক বিবৃতিতে অস্কার একাডেমি বলেছে ‘৯৪তম অস্কার অগ্রহণযোগ্য এবং ক্ষতিকারক আচরণে ছাপিয়ে গেছে, যা আমরা স্মিথকে মঞ্চে প্রদর্শন করতে দেখেছি।অ্যাকাডেমির বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, আগামী ১০ বছর অস্কারের আয়োজনে সরাসরি কিংবিা ভার্চুয়ালি কোনোভাবেই অংশ নিতে পারবেন না উইল স্মিথ।’
‘কিং রিচার্ড’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য এবছর সেরা অভিনেতার অস্কার জেতেন ৫৩ বছর বয়সী উইল স্মিথ।
একাডেমির সিদ্ধান্ত উইল স্মিথ মেনে নিয়েছেন বলে তিনি সিএনএনকে জানিয়েছেন।