ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং

বেসরকারী পর্যায়ে ফের প্রথম নর্থসাউথ ভার্সিটি

প্রকাশিত: ২৩:৫১, ৮ এপ্রিল ২০২২

বেসরকারী পর্যায়ে ফের প্রথম নর্থসাউথ ভার্সিটি

বেসরকারী পর্যায়ে দেশের প্রথম এবং শীর্ষ স্থানীয় বেসরকারী বিশ্ববিদ্যালয় নর্থসাউথ ইউনিভার্সিটি, ‘বিষয় ভিত্তিক কিউ এস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস ২০২২’ এ পুনরায় প্রথম স্থান অর্জন করেছে। দেশের বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোর মাঝে একমাত্র নর্থসাউথ ইউনিভার্সিটি এই মাইলফলক অর্জন করেছে। সম্প্রতি প্রকাশিত বিষয় ভিত্তিক কিউ এস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস ২০২২-এ নর্থসাউথ ইউনিভার্সিটি প্রথমবারের মতো সোশ্যাল সায়েন্স এ্যান্ড ম্যানেজমেন্টে বিস্তৃত বিষয়ে (৫ বিস্তৃত বিষয়ের মধ্যে ১টি) বিশ্বব্যাপী ২৯৮তম স্থান অর্জন করেছে। সোশ্যাল সায়েন্স এ্যান্ড ম্যানেজমেন্ট বিষয়ের মধ্যে বিজনেস এ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজ, ইকোনমিক্স এ্যান্ড ইকোনমেট্রিক্স, সোশ্যাল সায়েন্স এ্যান্ড ম্যানেজমেন্ট, ডেভেলপমেন্ট স্টাডিজ, এ্যাকাউন্টিং এ্যান্ড ফাইন্যান্স, শিক্ষা, আইন, পলিটিক্স এ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ, সোসিওলজি, স্ট্যাটিসটিক্স এ্যান্ড অপারেশনাল রিসার্চ ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া বিষয় ভিত্তিক কিউ এস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস ২০২২ এ নর্থসাউথ ইউনিভার্সিটি বিজনেস এ্যান্ড ম্যানেজমেন্ট বিষয়ে ৩৫১-৪০০ তম এবং কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইনফর্মেশন সিস্টেম বিষয়ে ৬০১-৬৫০ তম স্থান ধরে রেখেছে।- বিজ্ঞপ্তি
×