ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

সম্পাদকসহ সাংবাদিকদের সঙ্গে ইসির সংলাপ শুরু

প্রকাশিত: ১২:২৫, ৬ এপ্রিল ২০২২

সম্পাদকসহ সাংবাদিকদের সঙ্গে ইসির সংলাপ শুরু

অনলাইন ডেস্ক ॥ আজ বুধবার (৬ এপ্রিল) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সকালে বিভিন্ন পত্রিকার সম্পাদকসহ জ্যেষ্ঠ সাংবাদিকদের নিয়ে এ বৈঠক শুরু হয়েছে। বৈঠকে রয়েছেন বাংলাদেশ জার্নালের সম্পাদক শাহজাহান সরদার, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, ডেইলি অবজারভার অনলাইন ইনচার্জ কাজী আব্দুল হান্নান,জ্যেষ্ঠ সাংবাদিক মাহবুব কামাল, ভোরের ডাক সম্পাদক কে এম বেলায়েত হোসেন,যুগান্তর সম্পাদক সাইফুল আলম,প্রতিদিনের সংবাদ সম্পাদক শেখ নজরুল ইসলাম,আজকের পত্রিকা সম্পাদক ড. মো. গোলাম রহমান,জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, ডেইলি স্টারের এক্সিকিউটিভ এডিটর সৈয়দ আশফাকুল হক,নিউএজ সম্পাদক নূরুল কবীর, জ্যেষ্ঠ সাংবাদিক আবু সাঈদ খান, প্রথম আলোর আনিসুল হক, সোহরাব হাসান, সিনিয়র সাংবাদিক অজয় দাস গুপ্ত, মানবকন্ঠ ভারপ্রাপ্ত সম্পাদক দুলাল আহমেদ, আমার সংবাদ সম্পাদক হাশেম রেজা, বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ চৌধুরী, সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেন, সিনিয়র সাংবাদিক বিভু রঞ্জন সরকার । বর্তমান কমিশন এর আগে ১৩ মার্চ প্রথম দফায় ৩০ শিক্ষাবিদকে সংলাপের জন্য আমন্ত্রণ জানিয়েছিল। তাতে ১৫ জন সাড়া দেন। দ্বিতীয় দফার সংলাপে ৩৯ বিশিষ্ট নাগরিকের মধ্যে সংলাপে অংশ নেন ১৯ জন। বুধবারের সংলাপে ২২ জন অংশ নেন।
×