ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

পুলিশে চাকরির নামে অর্থ আদায়, প্রতারক গ্রেফতার

প্রকাশিত: ১৪:৩৭, ২৪ মার্চ ২০২২

পুলিশে চাকরির নামে অর্থ আদায়, প্রতারক গ্রেফতার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করেছে রাজশাহীর চারঘাট থানা পুলিশ। গ্রেফতার প্রতারকের নাম আফজাল হোসেন (৪২)। সে উপজেলার সদর ইউনিয়নের বিলমেরামতপুর গ্রামের আলতাব হোসেনের ছেলে। বুধবার দিবাগত গভীর রাতে তার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রতারণার শিকার যুবক অবদুল কাদেরের বাবা আব্দুর রাজ্জাক বাদী হয়ে চারঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, আব্দুর রাজ্জাক আলীর ছেলে আব্দুল কাদের গত ১২ মার্চ পুলিশের কনষ্টেবল পদে চাকরির জন্য রাজশাহী পুলিশ লাইনস মাঠে যায়। এরপর উপজেলার বিল মেরামতপুর গ্রামের আলতাব হোসেনের ছেলে আফজাল হোসেন রাজ্জাক আলীর কাছে গিয়ে তার ছেলের চাকরি পাইয়ে দিবে বলে ১০ লাখ টাকা দাবি করে। দাবিকৃত টাকা পরে দেয়ার শর্তে দুটি ফাঁকা চেক ও ষ্ট্যাম্প নিয়ে নেয় প্রতারক আফজাল। এর পর গত ১৪ মার্চ আবারও টাকার জন্য চাপ দিলে প্রতারক আফজাল হোসেনকে নগদ ২ লাখ টাকা প্রদান করে রাজ্জাক আলী। পরে রাজ্জাক আলীর ছেলে জানতে পেরে প্রতারক আফজাল হোসেনের কাছ থেকে নগদ টাকা, ফাকা ষ্ট্যাম্প ও ফাকা চেক ফেরত চাইলে প্রতারক আফজাল হুমকি দেয়া শুরু করে। এ ঘটনায় ২৩ মার্চ রাজ্জাক আলী চারঘাট মডেল থানায় বাদী হয়ে প্রতারক আফজাল হোসেন ও তার সহযোগীকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার পর বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে প্রতারক আফজাল হোসেনকে গ্রেফতার করে পুলিশ।
×