ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

গাজীপুরে আগুনে পোড়া অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

প্রকাশিত: ২০:৩১, ২৩ মার্চ ২০২২

গাজীপুরে আগুনে পোড়া অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে বিমান বাহিনীর গেইটের পাশের গজারি বনের জঙ্গল থেকে আগুনে পোড়া এক ব্যক্তির (পুরুষ) অর্ধগলিত লাশ বুধবার বিকেলে উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ৪০-৪৩ বছর বয়সের নিহত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায় নি। জয়দেবপুর থানার ওসি মাহতাব উদ্দিন ও স্থানীয়রা জানান, বুধবার বিকেলে গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানাধীন হোতাপাড়ার বিমান বাহিনীর গেইট সংলগ্ন বনবিলাস হোটেল সংলগ্ন এলাকায় পরিত্যাক্ত বোতল সহ বিভিন্ন সামগ্রী খুঁজছিল স্থানীয় টোকাই ছেলেরা। খোঁজাখুঁজির একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্বপাশে ওই হোটেলের পেছনের জঙ্গলে আগুনে পোড়া এক ব্যক্তির অর্ধগলিত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সন্ধ্যায় নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহতের শরীরে পঁচন ধরে বিকৃত হয়ে গেছে। আনুমানিক ৪০-৪৩ বছর বয়সের নিহত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায় নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্ততঃ ৩/৪দিন আগে তাকে আগুনে পুড়িয়ে হত্যার পর লাশ সেখানে ফেলে পালিয়ে গেছে করেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
×