ঢাকা, বাংলাদেশ   রোববার ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রাহায়ণ ১৪৩১

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ ॥ মুশফিকের শততম টি-টোয়েন্টি

প্রকাশিত: ১৫:০৪, ৫ মার্চ ২০২২

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ ॥ মুশফিকের শততম টি-টোয়েন্টি

অনলাইন ডেস্ক ॥ সিরিজের দ্বিতীয় এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে নায়ক ছিলেন লিটন ও নাসুম। আজ কার হাত ধরে বাংলাদেশ সিরিজ জয় করবে। আজ দলে ফিরেছেন মাস্টার ব্যাটসম্যান মুশফিক। এটি তার ক্যারিয়ারের শততম টি-টোয়েন্টি। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় তিনটায় শুরু হয় ম্যাচটি। এই ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন আগের ম্যাচে অভিষিক্ত ইয়াসির আলি রাব্বি। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন চোটের কারণে প্রথম টি-টোয়েন্টিতে খেলতে না পারা মুশফিকুর রহিম। দুই দলের একাদশ : বাংলাদেশ : মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নাঈম শেখ, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও নাসুম আহমেদ। আফগানিস্তান : রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), হযরতউল্লাহ জাজাই, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি (অধিনায়ক), রাশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, করিম জানাত, ফজলহক ফারুকি, কায়েস আহমেদ ও দারউইশ রাসুলি।
×